Ajker Patrika

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় না জড়ানোর শপথ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ জুলাই ২০২৩, ২০: ০৬
রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় না জড়ানোর শপথ

রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় না জড়ানোর শপথ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন মানুষ। আজ শনিবার দুপুরে রাজশাহীতে ‘ধর্মীয় নেতা ও নাগরিকদের সঙ্গে আন্তধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে তাঁরা এ শপথ নেন। নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় শহরের একটি রেস্তোরাঁয় এই আন্তধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সহযোগিতায় খুলনার বেসরকারি সংস্থা রুরাল অ্যান্ড আরবান পোরস পার্টনার ফর স্যোশাল অ্যাডভান্সমেনট (রূপসা) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ধর্মের নেতারা অংশগ্রহণ করেন। 

সংলাপে মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সবাই নিজ নিজ ধর্মটাকেই অন্য ধর্মের চেয়ে বড় মনে করে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করলে কোনো সহিংসতাই ঘটবে না। এ জন্য পরিবার থেকে নৈতিক শিক্ষা দিতে হবে। ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে। তাই যেকোনো পোস্টের সত্যতা না জেনে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকবে। 

সংলাপ পরিচালনা করেন রূপসার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডল। তিনিই সেমিনারে অংশগ্রহণকারীদের নির্বাচনী সহিংসতায় না জড়ানোর শপথ করান। সংলাপে প্যানেল আলোচক ছিলেন রাজশাহীর কাশফুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক মাওলানা মো. মোস্তাক আহম্মদ, রাজশাহী পুরোহিত সোসাইটির সভাপতি অশোক সান্যাল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের বিভাগীয় প্রচার সম্পাদক সুরেশ চক্রবর্তী ও রাজশাহী চার্চের পালক ইফরাইম হেমব্রম। 

মুক্ত আলোচনায় অংশ নেন জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার, সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, আদিবাসী ছাত্র পরিষদের সহসভাপতি সাবিত্রী হেমব্রম, বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন, শিক্ষার্থী তামান্না তাবাসসুম ইরানী, সাংবাদিক রিমন রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত