চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা লাঙ্গলমোড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী গৃহিণী জায়েদা খাতুন (৩৮)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না এ দম্পতি।
শহিদুল জানান, বসতভিটা ছাড়া কোনো জমাজমি নেই তাঁদের। পরিবারে রয়েছে তিন মেয়ে। অসুস্থ হওয়ার পর থেকে তিনি কোনো কাজকর্ম করতে পারছেন না। প্রায় ৩ বছর ধরে এই দম্পতি অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে ভুগছেন।
প্রথমে এলাকার কিছু ব্যক্তির সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন দুজনে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান। কিন্তু এখন অর্থের অভাবে সেখানে চিকিৎসা নিতে পারছেন না তাঁরা। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দুজনের।
চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, দুজনের হৃদ্যন্ত্রে ব্লক ও ছিদ্র আছে। এ জন্য তাঁদের দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। এতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা জোগাড় করা এই গরিব পরিবারের পক্ষে অসম্ভব।
কাতর কণ্ঠে শহিদুল বলেন, ‘আমাদের পক্ষে সম্ভব নয় এত টাকা জোগাড় করা। এই সুন্দর পৃথিবীতে আমাদের হয়তো বেঁচে থাকা সম্ভব হবে না, চলবে না আমাদের তিন মেয়ের লেখাপড়া ও জীবনযাত্রা।’ অসুস্থ এই কৃষক দম্পতি বেঁচে থাকার জন্য সবার সহযোগিতা কামনা করছেন।
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা লাঙ্গলমোড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী গৃহিণী জায়েদা খাতুন (৩৮)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না এ দম্পতি।
শহিদুল জানান, বসতভিটা ছাড়া কোনো জমাজমি নেই তাঁদের। পরিবারে রয়েছে তিন মেয়ে। অসুস্থ হওয়ার পর থেকে তিনি কোনো কাজকর্ম করতে পারছেন না। প্রায় ৩ বছর ধরে এই দম্পতি অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে ভুগছেন।
প্রথমে এলাকার কিছু ব্যক্তির সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন দুজনে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান। কিন্তু এখন অর্থের অভাবে সেখানে চিকিৎসা নিতে পারছেন না তাঁরা। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দুজনের।
চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, দুজনের হৃদ্যন্ত্রে ব্লক ও ছিদ্র আছে। এ জন্য তাঁদের দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। এতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা জোগাড় করা এই গরিব পরিবারের পক্ষে অসম্ভব।
কাতর কণ্ঠে শহিদুল বলেন, ‘আমাদের পক্ষে সম্ভব নয় এত টাকা জোগাড় করা। এই সুন্দর পৃথিবীতে আমাদের হয়তো বেঁচে থাকা সম্ভব হবে না, চলবে না আমাদের তিন মেয়ের লেখাপড়া ও জীবনযাত্রা।’ অসুস্থ এই কৃষক দম্পতি বেঁচে থাকার জন্য সবার সহযোগিতা কামনা করছেন।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৮ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে