ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেলভ্রমণ এবং তাঁদের জরিমানা করে বরখাস্ত হওয়া সেই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম কর্মস্থলে ফিরেছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর আজ সোমবার তিনি নিজ কর্মস্থল ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টার্স কার্যালয়ে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন।
তবে আজ তিনি কোনো ট্রেন চেকিংয়ে বের হননি। অফিসেই কাজ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে টিটিই শফিকুল ইসলাম জানান, পাকশী রেলওয়ে কন্ট্রোলের মাধ্যমে আদেশ পেয়ে সোমবার সকাল ১০টার আগেই ঈশ্বরদীতে কাজে যোগদানের জন্য আসেন। এখানে এসে তিনি সিনিয়র টিটিই পরিদর্শক বরাবর যোগদানের জন্য লিখিত চিঠি প্রদান করে স্বপদে যোগ দেন।
সকালে ঈশ্বরদী স্টেশনে কর্মস্থলে এলে তাঁকে রেলের অন্যান্য টিটিই ও উপস্থিত কর্মচারীরা অভিনন্দন জানান।
শফিকুল বলেন, ‘আজ আমি কোনো ট্রেনের দায়িত্ব পাইনি। তবে অফিসের অন্যান্য কাজ সম্পাদন করেছি। আগামীকাল মঙ্গলবার থেকে ট্রেনের ডিউটি পাব। ডিউটি পাওয়ার সঙ্গেই আমার দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন করব ইনশাআল্লাহ।’
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের (সাংবাদিক) ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’ একই সঙ্গে তিনি রেলমন্ত্রীসহ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে রোববার দুপুরে দেশব্যাপী আলোচিত এই ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এদিন নিজ ক্ষমতাবলে টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেন পাকশীর বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। তাঁকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে তিন যাত্রী। মাঝপথে তাদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
আরও পড়ুন:
টিটিই শফিকুল চাকরিতে পুনর্বহাল, নির্দোষ হলে পুরস্কৃত করবে রেল
টিটিই শফিকুলের বর্ণনায় সেদিনের ঘটনা
রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত
‘আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন, সেটা ঠিক করেননি’
বিনা টিকিটের যাত্রীরা মন্ত্রীর আত্মীয় নয়, দাবি রেলমন্ত্রীর
অভিযোগকারী যাত্রীরা আমার স্ত্রীর আত্মীয়: রেলমন্ত্রী
পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে রেলভ্রমণ এবং তাঁদের জরিমানা করে বরখাস্ত হওয়া সেই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম কর্মস্থলে ফিরেছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর আজ সোমবার তিনি নিজ কর্মস্থল ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টার্স কার্যালয়ে যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন।
তবে আজ তিনি কোনো ট্রেন চেকিংয়ে বের হননি। অফিসেই কাজ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে টিটিই শফিকুল ইসলাম জানান, পাকশী রেলওয়ে কন্ট্রোলের মাধ্যমে আদেশ পেয়ে সোমবার সকাল ১০টার আগেই ঈশ্বরদীতে কাজে যোগদানের জন্য আসেন। এখানে এসে তিনি সিনিয়র টিটিই পরিদর্শক বরাবর যোগদানের জন্য লিখিত চিঠি প্রদান করে স্বপদে যোগ দেন।
সকালে ঈশ্বরদী স্টেশনে কর্মস্থলে এলে তাঁকে রেলের অন্যান্য টিটিই ও উপস্থিত কর্মচারীরা অভিনন্দন জানান।
শফিকুল বলেন, ‘আজ আমি কোনো ট্রেনের দায়িত্ব পাইনি। তবে অফিসের অন্যান্য কাজ সম্পাদন করেছি। আগামীকাল মঙ্গলবার থেকে ট্রেনের ডিউটি পাব। ডিউটি পাওয়ার সঙ্গেই আমার দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন করব ইনশাআল্লাহ।’
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের (সাংবাদিক) ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’ একই সঙ্গে তিনি রেলমন্ত্রীসহ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে রোববার দুপুরে দেশব্যাপী আলোচিত এই ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এদিন নিজ ক্ষমতাবলে টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল করেন পাকশীর বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। তাঁকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে তিন যাত্রী। মাঝপথে তাদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
আরও পড়ুন:
টিটিই শফিকুল চাকরিতে পুনর্বহাল, নির্দোষ হলে পুরস্কৃত করবে রেল
টিটিই শফিকুলের বর্ণনায় সেদিনের ঘটনা
রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত
‘আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছেন, সেটা ঠিক করেননি’
বিনা টিকিটের যাত্রীরা মন্ত্রীর আত্মীয় নয়, দাবি রেলমন্ত্রীর
অভিযোগকারী যাত্রীরা আমার স্ত্রীর আত্মীয়: রেলমন্ত্রী
গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে।
১৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
২৫ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩০ মিনিট আগে