Ajker Patrika

মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলে গেলেন বাবলু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
বাবলু মিয়া। ছবি: সংগৃহীত
বাবলু মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে মৃত্যুর আগে স্বজনদের কাছে হামলাকারীর নাম বলে গেছেন তিনি। এর একটি ভিডিও আজকের পত্রিকার প্রতিনিধির হাতে এসেছে।

নিহত বাবলু মিয়া সখীপুর উপজেলার কালিয়ান মাদ্রাসাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

নিহতের চাচা আব্দুল মালেক মিয়া (মালেক মিলিটারি) মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে বাবলু মিয়াকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গান্দিনাপাড়া বাজারের একটি দোকানের ভেতর কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খোঁজ পেয়ে স্থানীয় লোকজন গিয়ে বাবলু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লোকজন জানতে চাইলে তাদের ডাকে সাড়া দিয়ে তিনি জানান, ‘কালিয়ানের বাবুলের পোলা (ছেলে) সোহেল, হারুন, গান্ধিনাপাড়ার ওর ভাগনেরা পাঁচ-সাতজন ছিল। আমি মনে অয় আর বাঁচমু না।’

এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবলুর মৃত্যু হয়।

বাবলুর চাচা মালেক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে বাবলুর এক প্রতিবেশী তাঁকে ডেকে নিয়ে গান্দিনাপাড়া বাজারের রাহিনের সিমেন্টের দোকানের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ওই এলাকার হারুন, সোহেলসহ আরও কয়েকজন বাবলুকে ধাক্কা দিয়ে দোকানের ভেতর ফেলে দেয়। পরে তারা এলোপাতাড়ি কুপিয়ে বাবলুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় হারুনকে প্রধান আসামি করে মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হবে। মামলার বাদী হচ্ছেন আমার ভাই (নিহতের বাবা) কামাল হোসেন।’

জানতে চাইলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত