ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে (৩০) বিয়ে ও চাকরির কথা বলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আসামি সুমন হাসানকে (২৫) ঢাকার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি পশ্চিম ভরনশাহী গ্রামে।
আজ রোববার দুপুরের দিকে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই স্কুলশিক্ষিকার ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা ধুনট শহরের একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতেন। বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সুমন হাসানের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ের গত ৪ মে সুমন হাসান ওই স্কুলশিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকা বাইপাইল এলাকায় নিয়ে যান।
এ সময় সুমন হাসান বিয়ের কথা বলে স্কুলশিক্ষিকাকে ধর্ষণ করেন। প্রায় এক মাস অতিবাহিত হলেও চাকরি হয়নি স্কুলশিক্ষিকার। সুমন হাসান বিয়ে করতেও অস্বীকৃতি জানান। একপর্যায়ে ১১ জুন বাড়ি ফিরে আসেন ওই স্কুলশিক্ষিকা।
পরবর্তীকালে ১৪ জুলাই আবারও একই কথা বলে তাঁকে ঢাকায় নিয়ে আবারও ধর্ষণ করেন সুমন হাসান। কিন্তু চাকরি ও বিয়ে কোনোটাই না হওয়ায় স্কুলশিক্ষিকা বাড়ি ফিরে গতকাল রাতে ধুনট থানায় সুমন হাসানের বিরুদ্ধে অভিযোগ দেন।
থানা-পুলিশ রাতে অভিযান চালিয়ে ঢাকা বাইপাইল এলাকা থেকে সুমন হাসানকে গ্রেপ্তার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্কুলশিক্ষিকার অভিযোগটি আজ রোববার সকালে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে (৩০) বিয়ে ও চাকরির কথা বলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে আসামি সুমন হাসানকে (২৫) ঢাকার বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি পশ্চিম ভরনশাহী গ্রামে।
আজ রোববার দুপুরের দিকে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই স্কুলশিক্ষিকার ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলশিক্ষিকা ধুনট শহরের একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতেন। বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সুমন হাসানের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ের গত ৪ মে সুমন হাসান ওই স্কুলশিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকা বাইপাইল এলাকায় নিয়ে যান।
এ সময় সুমন হাসান বিয়ের কথা বলে স্কুলশিক্ষিকাকে ধর্ষণ করেন। প্রায় এক মাস অতিবাহিত হলেও চাকরি হয়নি স্কুলশিক্ষিকার। সুমন হাসান বিয়ে করতেও অস্বীকৃতি জানান। একপর্যায়ে ১১ জুন বাড়ি ফিরে আসেন ওই স্কুলশিক্ষিকা।
পরবর্তীকালে ১৪ জুলাই আবারও একই কথা বলে তাঁকে ঢাকায় নিয়ে আবারও ধর্ষণ করেন সুমন হাসান। কিন্তু চাকরি ও বিয়ে কোনোটাই না হওয়ায় স্কুলশিক্ষিকা বাড়ি ফিরে গতকাল রাতে ধুনট থানায় সুমন হাসানের বিরুদ্ধে অভিযোগ দেন।
থানা-পুলিশ রাতে অভিযান চালিয়ে ঢাকা বাইপাইল এলাকা থেকে সুমন হাসানকে গ্রেপ্তার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্কুলশিক্ষিকার অভিযোগটি আজ রোববার সকালে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
৪ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
১৪ মিনিট আগে৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।
১৬ মিনিট আগে