লালমনিরহাট প্রতিনিধি
তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় লজ্জায় লালমনিরহাটে ইসরাত জাহান মৌফিক (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার দায়ে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কলেজছাত্রী ইসরাত জাহান মৌফিক লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে আব্দুল মতিন মণ্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। গত বুধবার সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। এ কারণে ইসরাতকে একা পেয়ে বিবস্ত্র করে মারধর ও নির্যাতন করেন সুলতান মণ্ডলরা। এ সময় এগিয়ে গেলে ইসরাতের মাকে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
মামলায় উল্লেখ করা হয়, ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অপমানিত বোধ করেন। এ কারণে লজ্জায় তিনি রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে ফিরে তাঁর বাবা মতিন মণ্ডল ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ইসরাতের বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় লজ্জায় লালমনিরহাটে ইসরাত জাহান মৌফিক (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার দায়ে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কলেজছাত্রী ইসরাত জাহান মৌফিক লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে আব্দুল মতিন মণ্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। গত বুধবার সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। এ কারণে ইসরাতকে একা পেয়ে বিবস্ত্র করে মারধর ও নির্যাতন করেন সুলতান মণ্ডলরা। এ সময় এগিয়ে গেলে ইসরাতের মাকে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
মামলায় উল্লেখ করা হয়, ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অপমানিত বোধ করেন। এ কারণে লজ্জায় তিনি রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে ফিরে তাঁর বাবা মতিন মণ্ডল ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ইসরাতের বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৪ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৪৩ মিনিট আগে