Ajker Patrika

বীরগঞ্জে শখের বসে নদীতে মাছ ধরতে গিয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৪, ১৬: ৪৮
বীরগঞ্জে শখের বসে নদীতে মাছ ধরতে গিয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে শখের বসে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে আতাহার মাহমুদ (৪৪) নামের পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ঢেপা নদীর স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আতাহার মাহমুদ পৌরসভার বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৃত কুদ্দুসের ছেলে। আতাহার পল্লি চিকিৎসক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। 

নদী থেকে আতাহার মাহমুদের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শখের বসে গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢেপা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান আতাহার মাহমুদ। এ সময় জাল ফেলতে গিয়ে প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান তিনি। রাতেই তাঁর সহকারী ফেরদৌস বাড়িতে খবর দেন। আজ শুক্রবার ভোরে স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় জালসহ উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত