ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০টি ইয়াবাসহ তৈয়ব আলী (৪৯) নামের এক কলেজ প্রভাষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবং উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বালারহাট-কুরুষাফেরুষা সড়কের কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, তাদের একটি টহল দল ওই সড়কে টহল দিচ্ছিল। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলে দ্রুতবেগে তাদের পেরিয়ে যাওয়ার সময় বিজিবি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো একটি পোঁটলার মধ্যে রাখা ২০টি ইয়াবা উদ্ধার করে।
পরে তাঁকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। আজ শুক্রবার সকালে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, এর আগে ওই প্রভাষক ২০২২ সালের ১৫ মে রাত ১২টায় উপজেলার বালারহাট বাজারের নিমাই চন্দ্র শীলের সেলুন দোকানে ২৬টি ইয়াবাসহ বিজিবির হাতে আটক হন। পরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী তাঁর পক্ষে বিজিবিকে বলেন, তিনি বৃষ্টির কারণে ওই দোকানে আশ্রয় নিয়েছিলেন। একপর্যায়ে বিজিবির কাছে থেকে ওই প্রভাষককে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বালারহাট আদর্শ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার ওই প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা ধামাচাপা পড়ে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিই একজন চিহ্নিত ইয়াবা কারবারি। এত দিন তিনি নানা কৌশলে বেঁচে গেলেও এবার ধরা পড়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০টি ইয়াবাসহ তৈয়ব আলী (৪৯) নামের এক কলেজ প্রভাষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবং উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বালারহাট-কুরুষাফেরুষা সড়কের কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, তাদের একটি টহল দল ওই সড়কে টহল দিচ্ছিল। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলে দ্রুতবেগে তাদের পেরিয়ে যাওয়ার সময় বিজিবি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো একটি পোঁটলার মধ্যে রাখা ২০টি ইয়াবা উদ্ধার করে।
পরে তাঁকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। আজ শুক্রবার সকালে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, এর আগে ওই প্রভাষক ২০২২ সালের ১৫ মে রাত ১২টায় উপজেলার বালারহাট বাজারের নিমাই চন্দ্র শীলের সেলুন দোকানে ২৬টি ইয়াবাসহ বিজিবির হাতে আটক হন। পরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী তাঁর পক্ষে বিজিবিকে বলেন, তিনি বৃষ্টির কারণে ওই দোকানে আশ্রয় নিয়েছিলেন। একপর্যায়ে বিজিবির কাছে থেকে ওই প্রভাষককে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বালারহাট আদর্শ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার ওই প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা ধামাচাপা পড়ে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিই একজন চিহ্নিত ইয়াবা কারবারি। এত দিন তিনি নানা কৌশলে বেঁচে গেলেও এবার ধরা পড়েছেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানায় থাকা এক প্লটের ২৮ একর জমি মিলেমিশে দখলে রেখেছে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এদিকে বিমানবন্দরের মালিকানাধীন তিনটি ক্যানটিনের ভাড়া পরিশোধ না করে ১৭-১৮ বছর দখলে রেখেছে একটি মহল। তা ছাড়া বিজয়নগর আবাসিক এলাকায় বিমানবন্দরেরই সরকারি জায়গা দখল
৪৩ মিনিট আগেময়মনসিংহ নগরীর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। বর্ষা মৌসুমে এসব খাল হয়েই নগরীর পানিনিষ্কাশন হয় পাশের নদীতে। খালগুলো খননে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ও হয় ময়মনসিংহ সিটি করপোরেশনের। কিন্তু এ খননেও কাজ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে
১ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। ড্রেজার মেশিন ব্যবহার করে প্রকাশ্যে তোলা হচ্ছে বালু। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে চা-বাগান, পাহাড়ি ছড়া, সংরক্ষিত বন ও ফসলি জমি, তেমনি ক্ষতি হচ্ছে রাস্তাঘাটেরও। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধে
২ ঘণ্টা আগেমাদারীপুরের কালকিনির ভাটবালী আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ছুটির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই গাছগুলো লাগানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালকিনি থানায় অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে