Ajker Patrika

বাজারে হালনাগাদ হয় না মূল্যতালিকা, ক্রেতা-বিক্রেতার ঝগড়া নিয়মিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
বাজারে হালনাগাদ হয় না মূল্যতালিকা, ক্রেতা-বিক্রেতার ঝগড়া নিয়মিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য তালিকা। সে কারণে ন্যায্যমূল্যে পণ্য না পেয়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। শুধু তাই নয়, প্রায় দুই মাস আগে টাঙানো কৃষিপণ্যের মূল্য তালিকায় বিভ্রান্ত হয়ে প্রতিনিয়ত বাগ্‌বিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হাট-বাজারগুলোতে মূল্য তালিকা সাঁটানোর নির্দেশ দেয় কৃষি মন্ত্রণালয়। আর এ দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট জেলা কৃষি বিপণন অধিদপ্তর। এরই আলোকে সুন্দরগঞ্জ পৌরবাজারে প্রায় মাস দু-এক আগে একটি নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য তালিকা সাঁটানো হয়। এ তালিকায় ২৫ প্রকার কৃষিপণ্যের দাম নির্ধারণ করা রয়েছে। কিন্তু এরপর থেকে মূল্য সংক্রান্ত কোনো তথ্য আর সংশোধন করা হয়নি। 

সরেজমিনে দেখা যায়, সুন্দরগঞ্জে কৃষিপণ্যের বর্তমান বাজার দর এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তরের দেওয়া সেই কৃষিপণ্যের মূল্য তালিকায় ব্যাপক গরমিল হচ্ছে। 

দহবন্দ ইউনিয়নের বামনজল গ্রাম থেকে বাজার করতে আসা ক্রেতা মো. রবিউল ইসলামের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, আদা ২৫০ গ্রাম ও কাঁচা মরিচ ২৫০ গ্রাম কিনলাম। তালিকা দেখে টাকা দিলাম, আর দোকানি আমার ওপর ক্ষেপে গেল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডাও হলো। পরে জানতে পারি প্রায় মাস দু-এক আগে এ তালিকা টাঙানো হয়েছিল। সে কারণে ব্যাপক গরমিল।’ 

পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. বিপ্লব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের সকালের বাজারে দেশি পেঁয়াজ পাইকারি দামে প্রতি কেজি কেনা পড়েছে ১১০ টাকা। আর নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য তালিকায় পাইকারি দেওয়া আছে ৭০ থেকে ৭৫ টাকা। আমদানি পেঁয়াজ পাইকারি প্রতি কেজি কেনা আছে ১০০ টাকা। মূল্য তালিকায় দেওয়া আছে ৫১ থেকে ৫৪ টাকা। এভাবে তালিকায় দেওয়া মূল্যের সঙ্গে বাজারের মূল্যের কোনো মিল নেই।’ 

তিনি আরও বলেন, ‘প্রতিদিন নয়, ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে জিনিসপত্রের দাম। আর অফিসের লোকজন প্রায় মাস দু-এক আগে এ তালিকা টাঙ্গিয়ে দিয়েছেন। এরপর আর তালিকাটি সংশোধন করা হয়নি। তালিকাটি টাঙানোর দিনই বাজারের সঙ্গে মিল ছিল না। সমস্যা তো হবেই।’ 

এ বিষয়ে কথা হয় মজুমদার ভ্যারাইটি স্টোরের কর্মচারী মো. হাবিবুর ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতি কেজি খোলা আটা আমরা খুচরা বিক্রি করছি ৪২ টাকা। আর কৃষি বিপণন অধিদপ্তরের নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য তালিকায় দেওয়া আছে ৪৫ টাকা। খোলা সয়াবিন বিক্রি করছি প্রতি কেজি ১৬০ টাকা। তালিকায় দেওয়া আছে ১৫৬ টাকা। ফার্মের ডিম প্রতি হালি বিক্রি করছি ৩৮ টাকা। আর মূল্য তালিকায় দেওয়া আছে ৪৮ টাকা।’ 

প্রায় দুই মাস আগে টাঙানো তালিকার বোর্ডটি হালনাগাদ করার চেষ্টা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকাতিনি আরও বলেন, ‘তারা তালিকা টাঙ্গিয়ে দিয়েছে, সেটা ভালো কথা। কিন্তু সেটি নিয়মিত তদারকি করা দরকার ছিল। না করায় পণ্যের দাম নিয়ে বাজারে ভুতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তালিকাটি বাজারে না রাখাই ভালো।’ 

তালিকাটি নিয়মিত হালনাগাদের দায়িত্ব পৌরসভার খাজনা আদায়কারী মো. মোকলেছুর রহমানের। তিনি বলেন, ‘জেলা বিপণন অফিস থেকে এ সংক্রান্ত কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি। কথা ছিল তাঁরা আমাকে পরিবর্তিত মূল্য তালিকা পাঠাবেন। তবেই আমি এ তালিকা আপডেট করব।’ 

তবে এ বিষয়ে ভিন্ন কথা বলেছে জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ্ মো. মোয়াজ্জেম হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তালিকাটি নিয়মিত হালনাগাদ করার দায়িত্ব ছিল পৌরসভার আদায়কারী মো. মোকলেছুর রহমানের। তিনি তাঁর দায়িত্ব পালন করেননি। তাকে পরিবর্তিত মূল্য তালিকা পাঠানো হয়েছে। তিনি করেননি বলে এ অবস্থা।’ 

তিনি বলেন, ‘আমি গতকাল শনিবার গিয়েছিলাম। মূল্য তালিকাটি সংশোধন করার চেষ্টাও করেছিলাম। কিন্তু ওখানের (মূল্য তালিকা) কালি উঠে না। সে কারণে আপডেট করতে পারিনি। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সঙ্গেও কথা বলেছি।’ 

এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন এ কর্মকর্তা। 

তালিকাটি হালনাগাদ না হওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শনিবার বাজার মনিটরিং করতে গিয়ে বিষয়টি দেখেছি। এ বিষয়ে জেলা কৃষি বিপণন অধিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত