Ajker Patrika

ভিজিএফের চাল জব্দ করলেন ইউএনও, গুদাম মালিকের দাবি কার্ডধারীরা বিক্রি করেছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ভিজিএফের চাল জব্দ করলেন ইউএনও, গুদাম মালিকের দাবি কার্ডধারীরা বিক্রি করেছেন

ঠাকুরগাঁও সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ১৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকার মেসার্স মেহেদী হাসকিং মিলের একটি গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। তবে গুদাম মালিক বলছেন, কার্ডধারীরা তাঁর কাছে চালগুলো বিক্রি করেছেন।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। তা জানতে পেরে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। 

ওই মিল মালিক মুসলিম উদ্দিন জানান, কার্ডধারীরা তাঁর কাছে বিক্রি করেছেন বলেই তিনি কিনে নিয়ে তাঁর গুদামে রেখেছেন। এখানে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন। 

এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবে উপকারভোগীরা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসন কার্যত পদক্ষেপ নেবেন। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, ১৩ বস্তা চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত