ফুলবাড়ীতে ষাঁড়ের গুঁতোয় খামারির মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২২: ২৩
Thumbnail image

দিনাজপুরের ফুলবাড়ীতে ষাঁড়ের শিংয়ের গুঁতোয় মশিয়ার রহমান (৬০) নামের এক খামারির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বিখ্যাত আমবাড়ি পশুহাটে এ ঘটনা ঘটেছে। মশিয়ার রহমান ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের দাদপুর পুরোনো বন্দর গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, খামারি মশিয়ার গরু-ছাগলের প্রজনন করাতেন। তাঁর খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ষাঁড় ও গাভি ছিল। কিন্তু তাঁর খামারের বড় ষাঁড়টি দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। তাই ষাঁড় বিক্রি করতে আমবাড়ি পশুহাটে নিয়ে যান। সেখানে ওই ষাঁড়ের শিংয়ের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আটটার দিকে আমি ও মশিয়ার ষাঁড়টি নিয়ে আমবাড়ি পশুহাটে যাই। দাম কম হওয়ায় বিকেলে গরু ফেরত নিয়ে আসছিলাম। এ সময় ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে পেছন থেকে মশিয়ারকে আঘাত করে। পায়ের ঊরুর জোড়ায় শিং ঢুকিয়ে দিলে মশিয়ার রহমান গুরুতর আহত হয় এবং রক্তপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রী শেফালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এর আগেও ওই ষাঁড়টি দুবার ক্ষতি করার চেষ্টা করে। এ জন্যই ষাঁড়টি বিক্রি করতে চেয়েছিল। সুস্থ মানুষ সকালবেলা ষাঁড় নিয়ে হাটে গেল আর সন্ধ্যাবেলা লাশ হয়ে বাড়ি ফিরল।’ 

নিহতের ছেলে মকছেদ আলী জানায়, সন্ধ্যায় মরদেহ বাসায় আনা হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মধ্যে উৎকৃষ্ট খামারি ছিলেন মশিয়ার রহমান। তাঁর খামারে বিভিন্ন উন্নত জাতের ছাগল ও গরু রয়েছে। গরু–ছাগলের প্রজনন করাতেন তিনি। দূর-দূরান্ত থেকে লোকজন গরু–ছাগলের প্রজনন করাতে আসত। যে গরুকে এত যত্ন করতেন ভাগ্যের নির্মম পরিহাস, সেই গরুর আঘাতেই তাঁর মৃত্যু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত