ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাজি ধরে সাঁতার কেটে নদ পার হতে গিয়ে বাবুল মিয়া (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় ঘটনা ঘটে।
তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানাপাড়া এলাকার আনিছ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোচাবাড়ির চর এলাকার হযরত আলীর মেয়ের বিয়ে হয়। রাতে বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় দুধকুমার নদ পারি দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় যাত্রীদের সঙ্গে সাঁতারে নদ পার হওয়ার বাজি ধরেন বরের ফুপাতো ভাই বাবুল।
স্থানীয়রা আরও জানান, ৫০০ টাকার বাজি ধরে কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেন বাবুল। পরে সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর স্রোতে তিনি নদের পানিতে তলিয়ে যান। আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে খুঁজেও বাবুলের সন্ধান পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাজি ধরে সাঁতার কেটে নদ পার হতে গিয়ে বাবুল মিয়া (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় ঘটনা ঘটে।
তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানাপাড়া এলাকার আনিছ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোচাবাড়ির চর এলাকার হযরত আলীর মেয়ের বিয়ে হয়। রাতে বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় দুধকুমার নদ পারি দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় যাত্রীদের সঙ্গে সাঁতারে নদ পার হওয়ার বাজি ধরেন বরের ফুপাতো ভাই বাবুল।
স্থানীয়রা আরও জানান, ৫০০ টাকার বাজি ধরে কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেন বাবুল। পরে সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর স্রোতে তিনি নদের পানিতে তলিয়ে যান। আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে খুঁজেও বাবুলের সন্ধান পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে