ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন।
এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রাকিবুল হাসান রকিসহ চারজন নিহতের মামলায় সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি বকুল আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক পৌর মেয়র বন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা এলাকা থেকে বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার আগে সদর থানায় নিহত রাকিবুল হাসানের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানান সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার আসামিরা হলেন–আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কাউন্সিলর একরামুদ্দৌলাসহ ৭৭ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এলাকা ভিত্তিক সমন্বয়ক ও বাদীর ছেলে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে মামলার ১৮ নম্বর আসামি একরামুদ্দৌলা ডেকে পাঠান। পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি ঘরের ভেতরে ওই চারজনকে ঢুকিয়ে দিয়ে গ্যাস সিলিন্ডারে মুখে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেন।
এ সময় অন্য আসামিরা বাইরে ছিলেন এবং স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাকিবুল হাসান রকি, শাওন পারভেজ, আবু রায়হান মারা যান। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনও মারা যান।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১৩ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১৯ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩৬ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৪১ মিনিট আগে