ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে পড়ে ৮৭ হাজার টাকা খুইয়েছেন রামপ্রসাদ (৭০) নামে এক ব্যক্তি। আজ রোববার উপজেলা সদরের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের ধারণা, এই প্রতারক চক্রের মূল হাতিয়ার হলো ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস খ্যাত স্কোপোলামিন। যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগী।
ভুক্তভোগী রামপ্রসাদ বলেন, দুপুরের দিকে দোকানমালিক তাঁকে ৮৭ হাজার টাকা ইসলামী ব্যাংকের শাখা থেকে দুটি হিসাব নম্বরে পাঠাতে বলেন। ‘ব্যাংকের ৫০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো ছিল। ওই অটোরিকশাতে আগে থেকে দুজন বসে ছিলেন। আমি ব্যাংকের কাছাকাছি পৌঁছানো মাত্র বসে থাকা এক ব্যক্তি কয়েকটি বিদেশি নোট দেখিয়ে বলেন, ভাই এই টাকা কি ঠিক আছে, কোথায় ভাঙানো যাবে? আপনি একটু দেখে দেবেন। আমি ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, ‘তখন তারা আমাকে বলে আপনার কাছে যা আছে আমাদের দেন। আমি তাদের কথামতো আমার কাছে থাকা ৮৭ হাজার টাকা তাদের হাতে তুলে দিই। তারা আমাকে রেখে টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে।’
দোকানমালিক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কর্মচারী ধোঁকাবাজির শিকার হয়েছেন। দোকান থেকে ব্যাংকের দূরত্ব আনুমানিক ৩০০ গজ। মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডিমলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে পড়ে ৮৭ হাজার টাকা খুইয়েছেন রামপ্রসাদ (৭০) নামে এক ব্যক্তি। আজ রোববার উপজেলা সদরের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের ধারণা, এই প্রতারক চক্রের মূল হাতিয়ার হলো ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস খ্যাত স্কোপোলামিন। যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগী।
ভুক্তভোগী রামপ্রসাদ বলেন, দুপুরের দিকে দোকানমালিক তাঁকে ৮৭ হাজার টাকা ইসলামী ব্যাংকের শাখা থেকে দুটি হিসাব নম্বরে পাঠাতে বলেন। ‘ব্যাংকের ৫০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো ছিল। ওই অটোরিকশাতে আগে থেকে দুজন বসে ছিলেন। আমি ব্যাংকের কাছাকাছি পৌঁছানো মাত্র বসে থাকা এক ব্যক্তি কয়েকটি বিদেশি নোট দেখিয়ে বলেন, ভাই এই টাকা কি ঠিক আছে, কোথায় ভাঙানো যাবে? আপনি একটু দেখে দেবেন। আমি ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, ‘তখন তারা আমাকে বলে আপনার কাছে যা আছে আমাদের দেন। আমি তাদের কথামতো আমার কাছে থাকা ৮৭ হাজার টাকা তাদের হাতে তুলে দিই। তারা আমাকে রেখে টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে।’
দোকানমালিক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কর্মচারী ধোঁকাবাজির শিকার হয়েছেন। দোকান থেকে ব্যাংকের দূরত্ব আনুমানিক ৩০০ গজ। মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
২২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৩৮ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৪৪ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে