তিস্তায় জেলের বড়শিতে ধরা পড়ল ৯১ কেজির বাগাড়

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১৫
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১৮

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বড়শিতে আটকা পড়েছে ৯১ কেজি ওজনের বাগাড় মাছ। আজ বুধবার ভোররাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারাজের উজানে খোগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া এলাকায় স্থানীয় জেলে বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় ডালিয়া বাজারে নিয়ে এলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়।

ডালিয়া বাজারের মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, ‘বুধবার সকালে উপজেলার পাগলপাড়া তিস্তা এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসে। ৯১ কেজি ওজনের মাছটি সেখান থেকে ৮০০ টাকা কেজি দরে ৭২ হাজার টাকায় কিনে নীলফামারী জেলা সদরের বাজারে নিয়ে আসি। এখানে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেছি। এ রকম মাছ সচরাচর পাওয়া যায় না। এজন্য চাহিদাও অনেক।’

তিস্তা নদীতে জেলের বড়শিতে আটকা পরে ৯১ কেজি ওজনের বাগাড় মাছস্থানীয়রা জানান, এর আগে গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ে। আর আজ ৯১ কেজির মাছ ধরা পড়ল। 

পাগলপাড়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, তিস্তা নদী থেকে আগে এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে মানুষ ভিড় করছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত