নীলফামারী প্রতিনিধি
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, নীলফামারীতে সকাল ৯টায় ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার।
এতে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় দেখা দেয়। দুর্ভোগে পড়েন তিন শতাধিক ঢাকাগামী বিমানযাত্রী।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার, বেলা ১টায় তা বেড়ে ১৫০০ মিটারে গিয়ে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ১টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, নীলফামারীতে সকাল ৯টায় ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার।
এতে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় দেখা দেয়। দুর্ভোগে পড়েন তিন শতাধিক ঢাকাগামী বিমানযাত্রী।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার, বেলা ১টায় তা বেড়ে ১৫০০ মিটারে গিয়ে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ১টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২২ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
৪০ মিনিট আগে