হিলি (দিনাজপুর) প্রতিনিধি
মাঘের হঠাৎ বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টির কারণে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে আমদানি করা পেঁয়াজের। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
দুদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে চার টাকা করে। আর দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে তিন টাকা করে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররাও বিপাকে পড়েছেন।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার বন্দরে যে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮ থেকে ১৯ টাকা সেই একই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলির কাঁচাবাজারের দোকানগুলোতে ভারতীয় পেঁয়াজ নেই সব দোকানেই দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে দাম একটু বেশি। দুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২ থেকে ২৩ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল বলেন, ‘তেল চালসহ সব জিনিসের দাম বেড়েছে। যার কারণে আমাদের সংসারের ব্যয়ভার মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর আবারও পেঁয়াজের দাম বাড়ছে। গত দুদিন আগে যে পেঁয়াজ ২২ টাকা কেজি দরে কিনলাম আজ সেই পেঁয়াজ কিনতে এসে দেখি দাম ২৫ থেকে ২৬ টাকা। এতে করে আমাদের মতো সাধারণ মানুষদের বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পেঁয়াজের দাম যদি কমে তাহলে আমাদের জন্য ভালো হয়।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মমিনুল হক বলেন, ‘বাজারে দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে দেশীয় পেঁয়াজ কিনছে। আমরা দেশীয় পেঁয়াজ বিক্রি করছি। চাহিদা না থাকায় কোনো দোকানেই ভারতীয় পেঁয়াজ নেই। তবে মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে দেশীয় বিভিন্ন অঞ্চলে খেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেনি কৃষকেরা। যার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ খানিকটা কম রয়েছে। এতে করে পেঁয়াজের দাম কেজি প্রতি তিন টাকা করে বেড়েছে। তবে আবহাওয়া ভালো হলে খেত থেকে পেঁয়াজ ওঠানো শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি পেঁয়াজের দাম কমে আসবে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি ও আক্কাস আলী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমানে দেশীয় পেঁয়াজ আবাদ হওয়ায় বাজারে যেমন দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে তেমনি দাম কম থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। যার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হওয়ায় পেঁয়াজের আমদানি কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন দেশীয় পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ খানিকটা কমায় দাম কিছুটা বেড়েছে। যার কারণে দেশের বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা বেড়েছে। মূলত চাহিদার তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম ও সরবরাহ কমের কারণেই পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে দাম আবারও কমে আসবে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমান কিছুটা কমেছে। বন্দর দিয়ে বৃহস্পতিবার যেখানে ১০ ট্রাকে ২৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে শনিবার বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’
মাঘের হঠাৎ বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টির কারণে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে আমদানি করা পেঁয়াজের। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
দুদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে চার টাকা করে। আর দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে তিন টাকা করে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এছাড়া বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররাও বিপাকে পড়েছেন।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার বন্দরে যে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৮ থেকে ১৯ টাকা সেই একই পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা কেজি দরে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলির কাঁচাবাজারের দোকানগুলোতে ভারতীয় পেঁয়াজ নেই সব দোকানেই দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে দাম একটু বেশি। দুদিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২২ থেকে ২৩ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল বলেন, ‘তেল চালসহ সব জিনিসের দাম বেড়েছে। যার কারণে আমাদের সংসারের ব্যয়ভার মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর আবারও পেঁয়াজের দাম বাড়ছে। গত দুদিন আগে যে পেঁয়াজ ২২ টাকা কেজি দরে কিনলাম আজ সেই পেঁয়াজ কিনতে এসে দেখি দাম ২৫ থেকে ২৬ টাকা। এতে করে আমাদের মতো সাধারণ মানুষদের বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পেঁয়াজের দাম যদি কমে তাহলে আমাদের জন্য ভালো হয়।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মমিনুল হক বলেন, ‘বাজারে দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ায় ক্রেতারা ভারতীয় পেঁয়াজ না কিনে দেশীয় পেঁয়াজ কিনছে। আমরা দেশীয় পেঁয়াজ বিক্রি করছি। চাহিদা না থাকায় কোনো দোকানেই ভারতীয় পেঁয়াজ নেই। তবে মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে দেশীয় বিভিন্ন অঞ্চলে খেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেনি কৃষকেরা। যার কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ খানিকটা কম রয়েছে। এতে করে পেঁয়াজের দাম কেজি প্রতি তিন টাকা করে বেড়েছে। তবে আবহাওয়া ভালো হলে খেত থেকে পেঁয়াজ ওঠানো শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি পেঁয়াজের দাম কমে আসবে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সি ও আক্কাস আলী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমানে দেশীয় পেঁয়াজ আবাদ হওয়ায় বাজারে যেমন দেশীয় পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে তেমনি দাম কম থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। যার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হওয়ায় পেঁয়াজের আমদানি কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন দেশীয় পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ খানিকটা কমায় দাম কিছুটা বেড়েছে। যার কারণে দেশের বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা বেড়েছে। মূলত চাহিদার তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম ও সরবরাহ কমের কারণেই পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। তবে সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে দাম আবারও কমে আসবে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আমদানির পরিমান কিছুটা কমেছে। বন্দর দিয়ে বৃহস্পতিবার যেখানে ১০ ট্রাকে ২৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে শনিবার বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে