ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মিশ্র ফল চাষ। বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ফল চাষের পাশাপাশি বেড়েছে ফলচাষির সংখ্যা। বিশেষ করে মিশ্র ফলবাগান গড়তে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় বেকার যুবকেরা। পতিত জমিতে দেশীয় ফলের পাশাপাশি বিভিন্ন জাতের ফল চাষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ হচ্ছে তাঁদের।
সদর উপজেলার ছিট চিলারং এলাকার যুবক পারভেজ খান উপজেলার বুড়িবাঁধ এলাকায় সাড়ে চার একর জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে গড়ে তুলেছেন মিশ্র ফলের বিশাল বাগান। একসঙ্গে পেয়ারা, কুল, পেঁপে, ডালিম ও সবেদা আবাদ করে দারুণ সফলতা পেয়েছেন তিনি। আয় করছেন লাখ লাখ টাকা। ভালো ফলন এবং লাভজনক হওয়ায় প্রতিবছরই এলাকায় বাড়ছে পতিত জমিতে মিশ্র ফলবাগানের সংখ্যা। এতে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।
পারভেজ খান বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০১৯ সালে পড়াশোনা শেষ করে ইলেকট্রনিক ব্যবসা শুরু করি। এরপর করোনা চলে আসলে ব্যবসায় ভাটা পড়ে। একসময় লোকসানের মুখে ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে এক বন্ধুর পরামর্শে দুই একর জমিতে প্রথমে ফলের বাগান গড়ে তুলি। বর্তমানে চার একর জমিতে বাগান করেছি।’
পারভেজের মতো, ৩০ প্রজাতির ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন সদর উপজেলার রায়পুর ইউনিয়নের লধাবাড়ি গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক। বাগান করে সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অনেক বেকার যুবক। পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগে সফল হওয়ায় সাড়া ফেলেছে এলাকাজুড়ে।
তাঁর বাগানে শোভা পাচ্ছে লেবু, বরই, ত্বিন, আপেল, দার্জিলিং কমলাসহ বিভিন্ন ধরনের ফল। তাঁর দেখাদেখি মিশ্র ফলের বাগান করতে আগ্রহী অনেকেই তাঁর গাছের ডাল কিনে কলম চারা করছেন।
আবু বক্কর বলেন, ‘২০১৮ সালে শখ থেকেই ফলের বাগান শুরু করি। পরে স্থানীয় বাজারে ফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গাছের প্রজাতি ও জায়গার পরিমাণ বাড়াতে থাকি। অন্য ফসলের তুলনায় মিশ্র ফল চাষ অধিক লাভজনক। মিশ্র ফলবাগানে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। একই জমিতে কম সময়ে অধিক ফল ও ফসল হওয়ায় অত্যন্ত লাভজনক।’
বক্করের প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, ‘একটা সময় ছিল, আমাদের এলাকায় ধান ও সবজি ছাড়া কিছুই হতো না। এখন বক্করের দেখাদেখি গ্রামের প্রায় প্রতিটি কৃষক কুল, কমলা, পেঁপেসহ নানা ধরনের ফল চাষ করছি। লাভবানও হচ্ছি।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আজিজ বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই এ জেলার মানুষের মধ্যে ফলের বাগান করার প্রবণতা দেখা যাচ্ছে। বহু কৃষক পারভেজ ও আবু বক্করের মতো মিশ্র ফলবাগান গড়ে তোলার জন্য আমাদের কাছে পরামর্শ নিতে আসছেন। আমরা তাঁদের পরামর্শ দিচ্ছি।’
ঠাকুরগাঁওয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মিশ্র ফল চাষ। বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ফল চাষের পাশাপাশি বেড়েছে ফলচাষির সংখ্যা। বিশেষ করে মিশ্র ফলবাগান গড়তে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় বেকার যুবকেরা। পতিত জমিতে দেশীয় ফলের পাশাপাশি বিভিন্ন জাতের ফল চাষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ হচ্ছে তাঁদের।
সদর উপজেলার ছিট চিলারং এলাকার যুবক পারভেজ খান উপজেলার বুড়িবাঁধ এলাকায় সাড়ে চার একর জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে গড়ে তুলেছেন মিশ্র ফলের বিশাল বাগান। একসঙ্গে পেয়ারা, কুল, পেঁপে, ডালিম ও সবেদা আবাদ করে দারুণ সফলতা পেয়েছেন তিনি। আয় করছেন লাখ লাখ টাকা। ভালো ফলন এবং লাভজনক হওয়ায় প্রতিবছরই এলাকায় বাড়ছে পতিত জমিতে মিশ্র ফলবাগানের সংখ্যা। এতে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।
পারভেজ খান বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০১৯ সালে পড়াশোনা শেষ করে ইলেকট্রনিক ব্যবসা শুরু করি। এরপর করোনা চলে আসলে ব্যবসায় ভাটা পড়ে। একসময় লোকসানের মুখে ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে এক বন্ধুর পরামর্শে দুই একর জমিতে প্রথমে ফলের বাগান গড়ে তুলি। বর্তমানে চার একর জমিতে বাগান করেছি।’
পারভেজের মতো, ৩০ প্রজাতির ফলের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন সদর উপজেলার রায়পুর ইউনিয়নের লধাবাড়ি গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক। বাগান করে সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অনেক বেকার যুবক। পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগে সফল হওয়ায় সাড়া ফেলেছে এলাকাজুড়ে।
তাঁর বাগানে শোভা পাচ্ছে লেবু, বরই, ত্বিন, আপেল, দার্জিলিং কমলাসহ বিভিন্ন ধরনের ফল। তাঁর দেখাদেখি মিশ্র ফলের বাগান করতে আগ্রহী অনেকেই তাঁর গাছের ডাল কিনে কলম চারা করছেন।
আবু বক্কর বলেন, ‘২০১৮ সালে শখ থেকেই ফলের বাগান শুরু করি। পরে স্থানীয় বাজারে ফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গাছের প্রজাতি ও জায়গার পরিমাণ বাড়াতে থাকি। অন্য ফসলের তুলনায় মিশ্র ফল চাষ অধিক লাভজনক। মিশ্র ফলবাগানে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। একই জমিতে কম সময়ে অধিক ফল ও ফসল হওয়ায় অত্যন্ত লাভজনক।’
বক্করের প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, ‘একটা সময় ছিল, আমাদের এলাকায় ধান ও সবজি ছাড়া কিছুই হতো না। এখন বক্করের দেখাদেখি গ্রামের প্রায় প্রতিটি কৃষক কুল, কমলা, পেঁপেসহ নানা ধরনের ফল চাষ করছি। লাভবানও হচ্ছি।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আজিজ বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই এ জেলার মানুষের মধ্যে ফলের বাগান করার প্রবণতা দেখা যাচ্ছে। বহু কৃষক পারভেজ ও আবু বক্করের মতো মিশ্র ফলবাগান গড়ে তোলার জন্য আমাদের কাছে পরামর্শ নিতে আসছেন। আমরা তাঁদের পরামর্শ দিচ্ছি।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে