দিনাজপুর প্রতিনিধি
রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।
দিনাজপুর বিএনপির কার্যালয় থেকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তাঁরা। রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে রংপুরে কোনো বাস-ট্রাক ঢুকতে পারেনি। ফলে বিকল্প ব্যবস্থা নিয়েছেন বলে জানান বহরে অংশ নেওয়া নেতারা।
দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল জানান, সমাবেশ সফল করতে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে পেরে নেতা-কর্মীরা উজ্জীবিত।
দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা কোনো বাধা-বিপত্তি মানব না। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ি-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।
দিনাজপুর বিএনপির কার্যালয় থেকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তাঁরা। রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে রংপুরে কোনো বাস-ট্রাক ঢুকতে পারেনি। ফলে বিকল্প ব্যবস্থা নিয়েছেন বলে জানান বহরে অংশ নেওয়া নেতারা।
দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল জানান, সমাবেশ সফল করতে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে পেরে নেতা-কর্মীরা উজ্জীবিত।
দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা কোনো বাধা-বিপত্তি মানব না। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ি-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৬ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে