ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘গণমানুষের অধিকার বাস্তবায়ন হলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। ফুলবাড়ী রক্ষার আন্দোলন গণমানুষের মুক্তির আন্দোলন। এ আন্দোলনে যারা যুক্ত ছিল, তাঁরা সকলে গণমানুষের মুক্তিসংগ্রামের সৈনিক।’
আজ শনিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা পরিষদ ডাক বাংলা চত্বরে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে ফুলবাড়ী রক্ষা আন্দোলনের প্রয়াত অন্যতম সংগঠকদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, তা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের অনেক নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করছে। চিকিৎসার খরচ জোটাতে পারছে না, চিকিৎসার জন্য বিদেশ যেতে হচ্ছে, মানুষ তার অধিকারের জন্য কথা বলতে পারছে না, এ জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেনি।’
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রাস্তাঘাট আর উড়াল রাস্তা নির্মাণ করলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। স্বাধীনতার চেতনা ছিল, মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, তাঁর অধিকারের প্রশ্নে রাস্তায় প্রতিবাদ করবে, দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাবে, আজ স্বাধীনতার ৫০ বছর পরেও মানুষের নিরাপত্তা নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, শিক্ষা ও চিকিৎসা নিতে যে পরিমাণ ব্যয় হয়, তা দেশের ৮০ ভাগ মানুষ বহন করতে পারে না।
তিনি আগামী দিনে ফুলবাড়ীসহ সারা দেশের জাতীয় সম্পদ ও খনিজ সম্পদ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
স্মরণ সভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খানজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু, সিপিবি দিনাজপুর জেলা শাখার সম্পাদক আইনজীবী মেহেরুল ইসলাম, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব আলতাব হোসেন, ফুলবাড়ী শাখার সদস্যসচিব জয় প্রকাশ নারায়ণ, অন্যতম সংগঠক এম এ কায়ুম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিব প্রসাদ জিতু, ওয়ার্কার্স পাটির সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, সিপিবি ফুলবাড়ী শাখার সম্পাদক এসএম নুরুজ্জামান, গণফ্রন্টের ফুলবাড়ী শাখার সম্পাদক সামিউল ইসলাম চৌধুরী। এ সময় প্রয়াত নেতাদের সজনরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে সেখানে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সকল সদস্যদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের বিরুদ্ধে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া নেতা-কর্মীরা যারা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘গণমানুষের অধিকার বাস্তবায়ন হলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। ফুলবাড়ী রক্ষার আন্দোলন গণমানুষের মুক্তির আন্দোলন। এ আন্দোলনে যারা যুক্ত ছিল, তাঁরা সকলে গণমানুষের মুক্তিসংগ্রামের সৈনিক।’
আজ শনিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা পরিষদ ডাক বাংলা চত্বরে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে ফুলবাড়ী রক্ষা আন্দোলনের প্রয়াত অন্যতম সংগঠকদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, তা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের অনেক নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করছে। চিকিৎসার খরচ জোটাতে পারছে না, চিকিৎসার জন্য বিদেশ যেতে হচ্ছে, মানুষ তার অধিকারের জন্য কথা বলতে পারছে না, এ জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেনি।’
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রাস্তাঘাট আর উড়াল রাস্তা নির্মাণ করলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। স্বাধীনতার চেতনা ছিল, মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, তাঁর অধিকারের প্রশ্নে রাস্তায় প্রতিবাদ করবে, দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাবে, আজ স্বাধীনতার ৫০ বছর পরেও মানুষের নিরাপত্তা নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, শিক্ষা ও চিকিৎসা নিতে যে পরিমাণ ব্যয় হয়, তা দেশের ৮০ ভাগ মানুষ বহন করতে পারে না।
তিনি আগামী দিনে ফুলবাড়ীসহ সারা দেশের জাতীয় সম্পদ ও খনিজ সম্পদ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
স্মরণ সভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খানজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু, সিপিবি দিনাজপুর জেলা শাখার সম্পাদক আইনজীবী মেহেরুল ইসলাম, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব আলতাব হোসেন, ফুলবাড়ী শাখার সদস্যসচিব জয় প্রকাশ নারায়ণ, অন্যতম সংগঠক এম এ কায়ুম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিব প্রসাদ জিতু, ওয়ার্কার্স পাটির সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, সিপিবি ফুলবাড়ী শাখার সম্পাদক এসএম নুরুজ্জামান, গণফ্রন্টের ফুলবাড়ী শাখার সম্পাদক সামিউল ইসলাম চৌধুরী। এ সময় প্রয়াত নেতাদের সজনরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে সেখানে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সকল সদস্যদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের বিরুদ্ধে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের সম্মুখ থেকে নেতৃত্ব দেওয়া নেতা-কর্মীরা যারা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে