প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পক্ষে বিপক্ষে সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইপিজেডকে কেন্দ্র করে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠছে উপজেলার পরিবেশ।
এ লক্ষ বাস্তবায়নের পক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, চিনিকলের জমিতে সরকারের এই ইপিজেড নির্মাণের পরিকল্পনা করা করেছে। এই ইপিজেডে অনেক দেশি বিদেশি কোম্পানি আসতে চাচ্ছে। অনেক কলকারখানা হবে। ইপিজেড হলে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে।
অন্যদিকে চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দাবি করে সোমবার বিকেলে রাজপথ অবরোধ করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশ। তাঁদের উদ্যোগে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটামোড়ে ঘণ্টাব্যাপী সাঁওতাল ও বাঙালিরা অবস্থান নেয়।
অবরোধ চলাকালে সংগঠনের একাংশের সভাপতি ফিলিমন বাস্কে বলেন, খামারের জমি সাঁওতালদের বাপ দাদার পৈতৃক জমি। এই জমিতে ইপিজেড নির্মাণ করা হোক তা তারা চান না বলেও তিনি বলেন।
এর আগে রোববার বেলা ১১টার দিকে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই অংশের সভাপতি বার্নাবাস টুডুর নেতৃত্বে তারা ৮ কিলোমিটার পদযাত্রা করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এদিকে, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের এলাকায় দ্রুত রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসী ব্যানারে গোবিন্দগঞ্জের থানা মোড় চারমাথায় সোমবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু বলেন, গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্রুত ইপিজেড স্থাপন করতে হবে। ইপিজেড হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন আসবে। তিনি চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে দ্রুত ইপিজেড স্থাপনের দাবি জানান।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আজ দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
মেজর জেনারেল নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ওই এলাকায় বসবাসকারী, জনপ্রতিনিধি ও মানুষের সঙ্গে আলোচনা করে ইপিজেড এলাকার জমি নিয়ে সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক জমি দাবি করে প্রায় ৭ বছর ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি।
রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পক্ষে বিপক্ষে সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইপিজেডকে কেন্দ্র করে ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠছে উপজেলার পরিবেশ।
এ লক্ষ বাস্তবায়নের পক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, চিনিকলের জমিতে সরকারের এই ইপিজেড নির্মাণের পরিকল্পনা করা করেছে। এই ইপিজেডে অনেক দেশি বিদেশি কোম্পানি আসতে চাচ্ছে। অনেক কলকারখানা হবে। ইপিজেড হলে ২ লাখ লোকের কর্মসংস্থান হবে।
অন্যদিকে চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি দাবি করে সোমবার বিকেলে রাজপথ অবরোধ করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশ। তাঁদের উদ্যোগে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটামোড়ে ঘণ্টাব্যাপী সাঁওতাল ও বাঙালিরা অবস্থান নেয়।
অবরোধ চলাকালে সংগঠনের একাংশের সভাপতি ফিলিমন বাস্কে বলেন, খামারের জমি সাঁওতালদের বাপ দাদার পৈতৃক জমি। এই জমিতে ইপিজেড নির্মাণ করা হোক তা তারা চান না বলেও তিনি বলেন।
এর আগে রোববার বেলা ১১টার দিকে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির একাংশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই অংশের সভাপতি বার্নাবাস টুডুর নেতৃত্বে তারা ৮ কিলোমিটার পদযাত্রা করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এদিকে, রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের এলাকায় দ্রুত রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবাসী ব্যানারে গোবিন্দগঞ্জের থানা মোড় চারমাথায় সোমবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু বলেন, গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্রুত ইপিজেড স্থাপন করতে হবে। ইপিজেড হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকেরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন আসবে। তিনি চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে দ্রুত ইপিজেড স্থাপনের দাবি জানান।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আজ দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
মেজর জেনারেল নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ওই এলাকায় বসবাসকারী, জনপ্রতিনিধি ও মানুষের সঙ্গে আলোচনা করে ইপিজেড এলাকার জমি নিয়ে সমস্যার সমাধান করা হবে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমি নিজেদের বাপ দাদার পৈতৃক জমি দাবি করে প্রায় ৭ বছর ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে