সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। সাবেক পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন।
বিভাগীয় কমিশনার জাকির পরিদর্শনের সময় সাবেক পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরি করা ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। অর্থাৎ, ১২৯ পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা না নিয়ে ৫০০ জনকে মাস্টাররোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌর কর আদায় করলেও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাস থেকে টোল আদায়ের বিষয়ে রেজিস্ট্রার বইতে কোনো হিসাব রাখা হয়নি। সাবেক মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের ১ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান আত্মগোপনে আছেন। তাঁর মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে পৌরসভার অন্য কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। সাবেক পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন।
বিভাগীয় কমিশনার জাকির পরিদর্শনের সময় সাবেক পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরি করা ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। অর্থাৎ, ১২৯ পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা না নিয়ে ৫০০ জনকে মাস্টাররোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌর কর আদায় করলেও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাস থেকে টোল আদায়ের বিষয়ে রেজিস্ট্রার বইতে কোনো হিসাব রাখা হয়নি। সাবেক মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের ১ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান আত্মগোপনে আছেন। তাঁর মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে পৌরসভার অন্য কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে