Ajker Patrika

হত্যা মামলায় সাবেক এমপি সুজন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
হত্যা মামলায় সাবেক এমপি সুজন কারাগারে

ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিত্যানন্দ সরকার ও রহিমা খাতুন এই আদেশ দেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই দিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে একটি ও একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় তার কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং তাকে মারধর করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ভুক্তভোগী বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন। 

এই মামলায় আজ (রোববার) তদন্তকারী কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত