বিদ্যালয়ের ১৭৭ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৭ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 

আজ শুক্রবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপল্লি হিসেবে চিরিরবন্দরের নামডাক রয়েছে। এখানে সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারিভাবে প্রায় অর্ধশত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়ে থাকে। অন্য বিদ্যালয়গুলোও পিছিয়ে নেই। সেখানেও দু-একজন বাদে বাকিরা এমন সফলতা পায়। 

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে প্রত্যাশিত অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে। 

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর বোর্ডের আওতাধীন আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন, যা গত বছর ছিল ২৫ হাজার ৫৮৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত