Ajker Patrika

রসিকে বেতন-বোনাসের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে কর্মচারীদের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা
নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে কর্মচারীদের আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নগর ভবনের ক্ষুব্ধ কর্মচারীরা প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন। এ সময় অফিস কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা।

রসিক সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় এক হাজারের মতো চুক্তিভিত্তিক কর্মচারী কর্মরত রয়েছেন।

কর্মচারীরা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ তারিখের আগে বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও সিটি করপোরেশনের প্রশাসক এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ কারণে সকাল থেকে সব ধরনের সেবা বন্ধ করে নগর ভবনে বিক্ষোভ করেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।

সরেজমিন দেখা যায়, কর্মচারীদের আন্দোলনের কারণে সিটি করপোরেশনের শিশুদের টিকা, নাগরিকত্ব সনদ দেওয়াসহ সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। এতে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা প্রার্থীদের।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ডেইলি বেসিস কর্মচারীদের মেয়র তাঁর ক্ষমতা বলে বোনাস দিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁরা বোনাস পান না। তারপরও তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ইরাবতী নদীতে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত সেতু

উত্তরায় ফুটপাতে যুবকের মরদেহ, নিতে চায়নি পরিবার

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত