দিনাজপুর ও চিরিরবন্দর প্রতিনিধি
দিনাজপুরে চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবারে ধাক্কা খেয়ে মাশরাফি হোসেন মারুফ (২২) নামের একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার চিরিরবন্দর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
মারুফ চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল গ্রামের আনিছুর রহমানের দ্বিতীয় ছেলে। তিনি চিরিরবন্দর ক্রীড়া সংস্থার নিয়মিত অ্যাথলেট ও সাইক্লিষ্ট। জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায়ও বেশ কয়েকবার পদক অর্জন করেছেন তিনি। এ ছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমস সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে যান মারুফ। এতে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পান তিনি। এরপর আজ মঙ্গলবার ট্রেনে করে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকালে চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে মোবাইল ফোনে সেলফি তোলার সময় সিগন্যালবারের সঙ্গে তাঁরা মাথায় ধাক্কা লাগে। এতে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর রেলওয়ে থানার কনস্টেবল শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে পারি, বগির গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবারে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা চলছে।’
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর গ্রামের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তাঁরা।’
দিনাজপুরে চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবারে ধাক্কা খেয়ে মাশরাফি হোসেন মারুফ (২২) নামের একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার চিরিরবন্দর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
মারুফ চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল গ্রামের আনিছুর রহমানের দ্বিতীয় ছেলে। তিনি চিরিরবন্দর ক্রীড়া সংস্থার নিয়মিত অ্যাথলেট ও সাইক্লিষ্ট। জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায়ও বেশ কয়েকবার পদক অর্জন করেছেন তিনি। এ ছাড়া দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমস সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে যান মারুফ। এতে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পান তিনি। এরপর আজ মঙ্গলবার ট্রেনে করে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকালে চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে মোবাইল ফোনে সেলফি তোলার সময় সিগন্যালবারের সঙ্গে তাঁরা মাথায় ধাক্কা লাগে। এতে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর রেলওয়ে থানার কনস্টেবল শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে জানতে পারি, বগির গেটে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালবারে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা চলছে।’
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর গ্রামের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তাঁরা।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে