তেঁতুলিয়া (পঞ্চগড়), প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া একটি শীতপ্রধান উপজেলা। প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস থেকে শীতের প্রকোপ শুরু হয় এই অঞ্চলে। তবে এবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কুয়াশার দেখা মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। ধীরে ধীরে শীতের আমেজও শুরু হয়েছে এই উপজেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে হচ্ছে। কুয়াশার কারণে নদীতীরবর্তী মানুষ দুর্ভোগে পড়ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়।
এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে এই অঞ্চলে। অক্টোবরের শেষ সপ্তাহে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই উপজেলায়। অক্টোবরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, 'গরম কাপড় পরিধান না করে সন্ধ্যার পর বাইরে বের হতে পারছি না। আমরা গ্রামের মানুষ, মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে।'
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, 'এ বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শীত পড়তে শুরু করেছে। মূলত হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের আমেজ বিরাজ করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।'
পঞ্চগড়ের তেঁতুলিয়া একটি শীতপ্রধান উপজেলা। প্রতিবছর এখানে শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস থেকে শীতের প্রকোপ শুরু হয় এই অঞ্চলে। তবে এবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কুয়াশার দেখা মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়ছে। ধীরে ধীরে শীতের আমেজও শুরু হয়েছে এই উপজেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করতে হচ্ছে। কুয়াশার কারণে নদীতীরবর্তী মানুষ দুর্ভোগে পড়ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়।
এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে এই অঞ্চলে। অক্টোবরের শেষ সপ্তাহে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই উপজেলায়। অক্টোবরের মাঝামাঝিতে তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, 'গরম কাপড় পরিধান না করে সন্ধ্যার পর বাইরে বের হতে পারছি না। আমরা গ্রামের মানুষ, মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর যাত্রী না পেয়ে বেকার সময় পার করতে হচ্ছে।'
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, 'এ বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে শীত পড়তে শুরু করেছে। মূলত হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের আমেজ বিরাজ করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।'
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
৩৪ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৪১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১ ঘণ্টা আগে