স্বামীকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্ত্রীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ২১: ১৩
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১: ২৭

ঘরের টিন পাল্টানোর সময় বিদ্যুতায়িত হন মোহাম্মদ আলী। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর স্ত্রী জোসনা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে। 

বিদ্যুতায়িত হয়ে জোসনা বেগমের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোমতাজ আলী। 

পরিবারের লোকজনের বরাত দিয়ে মোমতাজ আলী জানান, আজ বিকেলে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামের নছিমনচালক মোহাম্মদ আলী নিজের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কোনো সাবধানতা অবলম্বন করেননি তিনি। 

মেরামতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে চালের টিনসহ মোহাম্মদ আলী বিদ্যুতায়িত হন। ঘটনাটি দেখতে পেয়ে পাশে থাকা তাঁর স্ত্রী জোসনা তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত গুরুতর আহত হন। 

পরিবারের লোকজন স্বামী-স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য মোমতাজ আলী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত