সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর শহরে বেড়েছে বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকা থেকে সার্ভিস তার চুরি হচ্ছে। চোরেরা প্রায় একই কায়দায় শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বাসাবাড়ির মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাসাবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উন্নতমানের বৈদ্যুতিক সার্ভিস তার ৭০–১২০ টাকা গজ দরে বিক্রি হচ্ছে। ফলে এর ওপর লোলুপ দৃষ্টি পড়েছে একশ্রেণির ছিঁচকে চোরের। গত এক মাসে শতাধিক বাসাবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার চুরি গেছে বলে খবর মিলেছে।
ঘনবসতিপূর্ণ সৈয়দপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে রাতে চোরের দল বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার বাসিন্দা নীলফামারী জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের বহুতল বাসভবনের দুটি বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোরের দল। সকালে বাসার রুমের বৈদ্যুতিক বাতির সুইচ অন করতে গিয়ে ঘটনাটি টের পান তিনি। এর আগেও একই কৌশলে ওই এলাকার বাসিন্দা প্রকৌশলী মো. পারভেজের বাড়ির সার্ভিস তার চুরি যায়।
প্রকৌশলী পারভেজ বলেন, বাসাবাড়ি থেকে তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকটাই অসহায় হয়ে পড়েছি আমরা। কারণ বাসাবাড়ির মালিকের পক্ষে বৈদ্যুতিক তার কি প্রতিদিন পাহারা দিয়ে রাখা সম্ভব? এ ধরনের ছিঁচকে চুরির ঘটনা প্রতিরোধে রাতের বেলা শহর এলাকায় পুলিশের টহল প্রহরা বাড়ানোর দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য বলেন, এসব চুরির ঘটনার বিষয়ে প্রতি মাসেই আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আলোচনা হয়। সভায় রাতের বেলা শহরে টহল বাড়ানো জন্য বলা হয়েছে থানা-পুলিশকে। তার পরও শহরের ছিঁচকে চুরি বন্ধ হচ্ছে না।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাসার বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনায় কেউ অভিযোগ দেননি। তবে তার চুরির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নীলফামারীর সৈয়দপুর শহরে বেড়েছে বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকা থেকে সার্ভিস তার চুরি হচ্ছে। চোরেরা প্রায় একই কায়দায় শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। এতে বাসাবাড়ির মালিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাসাবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উন্নতমানের বৈদ্যুতিক সার্ভিস তার ৭০–১২০ টাকা গজ দরে বিক্রি হচ্ছে। ফলে এর ওপর লোলুপ দৃষ্টি পড়েছে একশ্রেণির ছিঁচকে চোরের। গত এক মাসে শতাধিক বাসাবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার চুরি গেছে বলে খবর মিলেছে।
ঘনবসতিপূর্ণ সৈয়দপুর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে রাতে চোরের দল বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার চুরি করে নিয়ে যাচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার বাসিন্দা নীলফামারী জজকোর্টের সিনিয়র অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের বহুতল বাসভবনের দুটি বৈদ্যুতিক সংযোগের সার্ভিস তার কেটে নিয়ে যায় চোরের দল। সকালে বাসার রুমের বৈদ্যুতিক বাতির সুইচ অন করতে গিয়ে ঘটনাটি টের পান তিনি। এর আগেও একই কৌশলে ওই এলাকার বাসিন্দা প্রকৌশলী মো. পারভেজের বাড়ির সার্ভিস তার চুরি যায়।
প্রকৌশলী পারভেজ বলেন, বাসাবাড়ি থেকে তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকটাই অসহায় হয়ে পড়েছি আমরা। কারণ বাসাবাড়ির মালিকের পক্ষে বৈদ্যুতিক তার কি প্রতিদিন পাহারা দিয়ে রাখা সম্ভব? এ ধরনের ছিঁচকে চুরির ঘটনা প্রতিরোধে রাতের বেলা শহর এলাকায় পুলিশের টহল প্রহরা বাড়ানোর দাবি জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সদস্য বলেন, এসব চুরির ঘটনার বিষয়ে প্রতি মাসেই আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আলোচনা হয়। সভায় রাতের বেলা শহরে টহল বাড়ানো জন্য বলা হয়েছে থানা-পুলিশকে। তার পরও শহরের ছিঁচকে চুরি বন্ধ হচ্ছে না।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাসার বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনায় কেউ অভিযোগ দেননি। তবে তার চুরির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে