২ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন

প্রতিনিধি দিনাজপুর
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৪৩

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এ সময় তিনি সারাদেশে সপ্তম দফায় ১০টি পৌরসভায় নির্বাচন করার কথাও ঘোষণা দেন। সারা দেশের ১০টি পৌরসভার মধ্যে ৬ নম্বরে রয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট। 

ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। এ ছাড়া সপ্তম ধাপে ১০টি পৌরসভায় নির্বাচন ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১২ থেকে ১৪ অক্টোবর। আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর। 

নির্বাচনে জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত