রংপুরে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রংপুর প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮: ১৩
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে সবজিবিক্রেতা সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় এক মাস পর আদালতে হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী জিতু বেগম। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫১ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্তত ৩০০ জনকে।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ বাবুর আদালতে মামলাটি করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্ত কার্যক্রম শুরুর আদেশ দেন।

অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল মামলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১৯ জুলাই (শুক্রবার) রংপুর মহানগরীর সিটি বাজার, রামমোহন মার্কেট ও কৈলাশ রঞ্জন স্কুল সড়কে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নির্বিচারে গুলি চালিয়েছিল। ওই দিন পুলিশের গুলিতে সবজিবিক্রেতা সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রেসসচিব নাঈমুল ইসলাম খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, সাংবাদিক ও কলামিস্ট সুভাষ সিংহ রায়, সাবেক সংসদ সদস্য অপু উকিল, সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, সাবেক সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র টুটুল চৌধুরী, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল রায়, পরশুরাম জোনের সহকারী কমিশনার ইমরান, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আরিফুজ্জামান আরিফ, কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর নিতাই রায়, শ্রমিক লীগ সভাপতি আব্দুল মজিদ, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সিরাজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি খন্দকার রফিক হাসনাইন, রংপুর জজ কোর্টের পিপি আব্দুল মালেক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করে মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন আদালত। এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা দায়ের হয়েছে। এর মধ্যে চারটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের ঘটনায় হুকুমের আসামি করা হয়েছে।

নিহত সাজ্জাদের মা ময়না বেগম জানান, ১৯ জুলাই শুক্রবার বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এ সময় আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। ছেলে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত