ঠাকুরগাঁও প্রতিনিধি
এক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হওয়া তরমুজের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। মৌসুমি এ ফলটির ক্রেতাসংকটে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে। এতে বেড়েছে তরমুজের সরবরাহ। কমেছে দাম। তবে মিলছে না পর্যাপ্ত ক্রেতা।
আজ বুধবার পৌর শহরের বিভিন্ন বাজারে তরমুজের বাজার দর ছিল কেজিতে ৩৫-৪০ টাকায়। একই তরমুজ সাত দিন আগে বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৯০-১০০ টাকা পর্যন্ত।
শহরের সত্যপীর বাজারের তরমুজ ব্যবসায়ী জামিরুল ইসলাম বলেন, ‘১০ দিন আগে সাতক্ষীরা থেকে তিন ট্রাক তরমুজ ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন কেজিতে ১০ টাকা করে কমেছে। বড় লোকসানের মুখে তরমুজগুলো বিক্রি করে দিচ্ছি।’
শহরের রোড এলাকার আরেক তরমুজ ব্যবসায়ী হালিম উদ্দিন বলেন, ‘বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।’
বর্তমানে আড়তে আমদানি বেশি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কমেছে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বলেন ব্যবসায়ী মিজানুর।
তরমুজ কিনতে আসা শাহীন আক্তার বলেন, ‘গত কয়েক দিনে তরমুজের দাম একটু বেশি ছিল। এখন দাম কম হওয়ায় ৩৫ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।’
পৌর শহরের কালিবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা রমজান আলী বলেন, ‘কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুণ ছিল। বেশি দামের কারণে গত ১০ দিনে তরমুজ কেনা হয়নি। দাম কমে গেছে শুনে তরমুজ কিনতে এসেছেন।’
পৌর শহরের জমিদারপাড়া মহল্লার মহসিন আলী নামে আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ব তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার, যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ জেলায় ৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ নিয়ে আসছেন। এ মুহূর্তে বাজারে এ ফলটির সরবরাহ বেশি। এতে দাম কমে গেছে।
এক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হওয়া তরমুজের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। মৌসুমি এ ফলটির ক্রেতাসংকটে এবার বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে ঠাকুরগাঁওয়ের হাট-বাজারে। এতে বেড়েছে তরমুজের সরবরাহ। কমেছে দাম। তবে মিলছে না পর্যাপ্ত ক্রেতা।
আজ বুধবার পৌর শহরের বিভিন্ন বাজারে তরমুজের বাজার দর ছিল কেজিতে ৩৫-৪০ টাকায়। একই তরমুজ সাত দিন আগে বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৯০-১০০ টাকা পর্যন্ত।
শহরের সত্যপীর বাজারের তরমুজ ব্যবসায়ী জামিরুল ইসলাম বলেন, ‘১০ দিন আগে সাতক্ষীরা থেকে তিন ট্রাক তরমুজ ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন কেজিতে ১০ টাকা করে কমেছে। বড় লোকসানের মুখে তরমুজগুলো বিক্রি করে দিচ্ছি।’
শহরের রোড এলাকার আরেক তরমুজ ব্যবসায়ী হালিম উদ্দিন বলেন, ‘বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে।’
বর্তমানে আড়তে আমদানি বেশি ও বাজারে চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কমেছে। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বলেন ব্যবসায়ী মিজানুর।
তরমুজ কিনতে আসা শাহীন আক্তার বলেন, ‘গত কয়েক দিনে তরমুজের দাম একটু বেশি ছিল। এখন দাম কম হওয়ায় ৩৫ টাকা কেজি দরে ৭ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।’
পৌর শহরের কালিবাড়ী বাজারে তরমুজ কিনতে আসা রমজান আলী বলেন, ‘কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুণ ছিল। বেশি দামের কারণে গত ১০ দিনে তরমুজ কেনা হয়নি। দাম কমে গেছে শুনে তরমুজ কিনতে এসেছেন।’
পৌর শহরের জমিদারপাড়া মহল্লার মহসিন আলী নামে আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ব তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার, যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এ জেলায় ৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ নিয়ে আসছেন। এ মুহূর্তে বাজারে এ ফলটির সরবরাহ বেশি। এতে দাম কমে গেছে।
ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে...
১ মিনিট আগেডা. শফিক বলেন, ‘রাজশাহী, যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম। আমি আশা করি, ৫ তারিখের (৫ আগস্ট) পর রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, বিনয়ী ও সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না?’ এ সময় নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি হয়’ বলে আওয়াজ তোলেন। আমির প্রশ্ন করেন, ‘এখানেও চাঁদাবাজি হয়...
৫ মিনিট আগেরাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১ ঘণ্টা আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে