ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭: ১০
গ্রেপ্তার নুর ইসলাম শেখ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর ইসলাম শেখ (৭০) জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর ভগ্নিপতি। তিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান শেখের ছোট ভাই এবং ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর নুর ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিভিন্ন এলাকায় স্থান বদলের পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ বছরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি অংশগ্রহণের অভিযোগে নুর ইসলাম শেখের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি ওই মামলায় এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত নুর ইসলাম শেখকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত