কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে গাড়িযোগে কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাদ্দাম হোসেন জানান, শোভনের গাড়িতে তাঁর স্ত্রী বিথি ছিলেন। তাঁরা দুজনই আহত হয়েছেন। বিথি সামান্য আহত হলেও শোভনের মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই পড়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা হচ্ছে।
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘ঢাকায় যাওয়ার পথে বগুড়ায় শোভন ভাইয়ের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ভাই মাথায় আঘাত পেয়েছেন। তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শোভন ভাই তাঁর ও ভাবি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।’
সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী জানান, রংপুর জেলা আওয়ামী লীগের এক নেতাসহ তাঁর গাড়িতে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন শোভন। ওই আওয়ামী লীগ নেতা নিজে গাড়ি চালাচ্ছিলেন। শোভনও গাড়ির সামনে বসা ছিলেন। বগুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়ে গুরুতর আহত হন শোভন। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁর স্ত্রী ও সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা সামান্য আহত হলেও সুস্থ আছেন।
নুরুন্নবী চৌধুরী বলেন, ‘শোভনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চাই।’
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে গাড়িযোগে কুড়িগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁদের গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাদ্দাম হোসেন জানান, শোভনের গাড়িতে তাঁর স্ত্রী বিথি ছিলেন। তাঁরা দুজনই আহত হয়েছেন। বিথি সামান্য আহত হলেও শোভনের মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই পড়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা হচ্ছে।
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘ঢাকায় যাওয়ার পথে বগুড়ায় শোভন ভাইয়ের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ভাই মাথায় আঘাত পেয়েছেন। তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শোভন ভাই তাঁর ও ভাবি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।’
সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী জানান, রংপুর জেলা আওয়ামী লীগের এক নেতাসহ তাঁর গাড়িতে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন শোভন। ওই আওয়ামী লীগ নেতা নিজে গাড়ি চালাচ্ছিলেন। শোভনও গাড়ির সামনে বসা ছিলেন। বগুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে গিয়ে গুরুতর আহত হন শোভন। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁর স্ত্রী ও সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা সামান্য আহত হলেও সুস্থ আছেন।
নুরুন্নবী চৌধুরী বলেন, ‘শোভনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চাই।’
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ মিনিট আগেআমি ২৫-৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার এবং দুই ছেলের নাম দিয়েছে।
৩৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
৩৬ মিনিট আগেবরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে