নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাদের দুজনের কোন খোঁজ পাওয়া যায়নি। গত ১৩ মার্চ (রোববার) থেকে নিখোঁজ রয়েছে ওই দুই শিক্ষার্থী।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে মঞ্জুর আলম নাইম (১৪) ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১১)। তারা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী।
দুই শিক্ষার্থীর মধ্যে নাইম ৫ বছর ও রাকিবুল ২ বছর থেকে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী। তাদের নিখোঁজ থাকার ব্যাপারে কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই শিক্ষার্থীর অভিভাবক।
মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, গত ১৩ মার্চ রোববার সকাল ১১টা থেকে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন সকাল ১০টায় সকালের তালিম শেষ হয়। তালিম শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষক খাওয়া দাওয়া শেষে একটু ঘুমান। প্রতিদিনকার মতো নাইম ও রাকিব রুটিন মোতাবেক ঘুমাতে যায়। পরে ১১টার দিকে তাদের কিছু কাপড় এবং আংশিক বেডিংপত্র নিয়ে উধাও হন তারা। পরে আমরা তাদের দুজনের অভিভাবকদের অবহিত করি এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে থাকি। দুই দিন তাদের খোঁজ না পেয়ে গত ১৫ মার্চ মঙ্গলবার কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
হাফেজ মো. ইয়াকুব আলী আরও জানান, ওই দুই শিক্ষার্থী গত সপ্তাহে রাত জেগে মোবাইল ফোন দেখায় তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডাকার কথা বলা হয়। হয়তো এই ভীতি থেকে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।
নাইমের অভিভাবক চাচা সাহাবুল ইসলাম জানান, মাদ্রাসা ছেড়ে ছেলে দুজন কেন নিরুদ্দেশ হলো তা আমাদের জানা নেই। তাদের খোঁজ পেলে জানা যাবে।
নাইমের মামা আশরাফুল ইসলাম জানান, ওই দুই ছেলের বাবা, চাচা এবং আমরা কুড়িগ্রামের বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম দুই মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাদের দুজনের কোন খোঁজ পাওয়া যায়নি। গত ১৩ মার্চ (রোববার) থেকে নিখোঁজ রয়েছে ওই দুই শিক্ষার্থী।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে মঞ্জুর আলম নাইম (১৪) ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১১)। তারা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী।
দুই শিক্ষার্থীর মধ্যে নাইম ৫ বছর ও রাকিবুল ২ বছর থেকে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী। তাদের নিখোঁজ থাকার ব্যাপারে কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই শিক্ষার্থীর অভিভাবক।
মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, গত ১৩ মার্চ রোববার সকাল ১১টা থেকে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন সকাল ১০টায় সকালের তালিম শেষ হয়। তালিম শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষক খাওয়া দাওয়া শেষে একটু ঘুমান। প্রতিদিনকার মতো নাইম ও রাকিব রুটিন মোতাবেক ঘুমাতে যায়। পরে ১১টার দিকে তাদের কিছু কাপড় এবং আংশিক বেডিংপত্র নিয়ে উধাও হন তারা। পরে আমরা তাদের দুজনের অভিভাবকদের অবহিত করি এবং বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে থাকি। দুই দিন তাদের খোঁজ না পেয়ে গত ১৫ মার্চ মঙ্গলবার কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
হাফেজ মো. ইয়াকুব আলী আরও জানান, ওই দুই শিক্ষার্থী গত সপ্তাহে রাত জেগে মোবাইল ফোন দেখায় তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডাকার কথা বলা হয়। হয়তো এই ভীতি থেকে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।
নাইমের অভিভাবক চাচা সাহাবুল ইসলাম জানান, মাদ্রাসা ছেড়ে ছেলে দুজন কেন নিরুদ্দেশ হলো তা আমাদের জানা নেই। তাদের খোঁজ পেলে জানা যাবে।
নাইমের মামা আশরাফুল ইসলাম জানান, ওই দুই ছেলের বাবা, চাচা এবং আমরা কুড়িগ্রামের বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম দুই মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে