ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নেমে তলিয়ে যাওয়া বাঁধন আকন্দ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাঁধন উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে। তিনি ফুলবাড়ী বিএম ইনস্টিটিউটের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন।
নিহত বাঁধন আকন্দের দাদা সাবেক পৌর কাউন্সিলর দুলাল আকন্দ বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় কলেজ শেষ করে বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে গোসল করতে ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে নামে। গোসলের একপর্যায়ে বাঁধনের বন্ধু রিসাত ও নাদিম নদী থেকে উঠে আসলেও বাঁধন নদীতে তলিয়ে যায়। এ সময় তাঁর বন্ধুরা চিৎকার শুরু করলে এলাকার ২০ / ২৫ জন নদীতে ঝাঁপিয়ে পড়ে তল্লাশি চালায়। তাঁরা বাঁধনের খোঁজ না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তল্লাশি চালিয়ে বাঁধনকে না পেয়ে রংপুর থেকে একটি ডুবুরি দল আনে। পরে দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা করে বিকেলে বাঁধনের মরদেহ মাদ্রাসা ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দক্ষিণ নদীর ভাটিতে পাওয়া যায়।
এ বিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক তল্লাশি চালিয়ে বাঁধনকে উদ্ধারে ব্যর্থ হই। পরে রংপুর থেকে ডুবুরি দল এনে দীর্ঘ ৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে বাঁধনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানা-পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বাঁধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নেমে তলিয়ে যাওয়া বাঁধন আকন্দ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাঁধন উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে। তিনি ফুলবাড়ী বিএম ইনস্টিটিউটের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন।
নিহত বাঁধন আকন্দের দাদা সাবেক পৌর কাউন্সিলর দুলাল আকন্দ বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় কলেজ শেষ করে বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে গোসল করতে ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে নামে। গোসলের একপর্যায়ে বাঁধনের বন্ধু রিসাত ও নাদিম নদী থেকে উঠে আসলেও বাঁধন নদীতে তলিয়ে যায়। এ সময় তাঁর বন্ধুরা চিৎকার শুরু করলে এলাকার ২০ / ২৫ জন নদীতে ঝাঁপিয়ে পড়ে তল্লাশি চালায়। তাঁরা বাঁধনের খোঁজ না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তল্লাশি চালিয়ে বাঁধনকে না পেয়ে রংপুর থেকে একটি ডুবুরি দল আনে। পরে দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টা করে বিকেলে বাঁধনের মরদেহ মাদ্রাসা ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দক্ষিণ নদীর ভাটিতে পাওয়া যায়।
এ বিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক তল্লাশি চালিয়ে বাঁধনকে উদ্ধারে ব্যর্থ হই। পরে রংপুর থেকে ডুবুরি দল এনে দীর্ঘ ৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে বাঁধনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানা-পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বাঁধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৪ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২০ মিনিট আগে