পরিবেশবান্ধব ঘরে মুরগি রাখার উপায় নেই

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

ঘর হওয়ার কথা ছিল চৌচালার। করা হয়েছে বাংলা মডেলে। চালে দেওয়া হয়েছে কম পুরুর টিন। চালের তাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়নি বিশেষ যন্ত্র। বেড়ায় দেওয়া হয়েছে প্লাস্টিকের জালি। অথচ তাতে দেওয়ার কথা ছিল প্লাস্টিকে মোড়ানো ১৪ নম্বর গেজ ‘জিআই তারের’ জালি। এভাবে বিভিন্ন অনিয়ম করার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ‘স্ক্যাভেঞ্জিং পোলট্রির পরিবেশবান্ধব ঘর নির্মাণ প্রকল্পে’। এতে উপকারভোগীদের কোনো কাজে আসছে না এই ঘর। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

প্রকল্পের উপকারভোগীদের কাছ থেকে জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) গঠিত প্রোডিউসার গ্রুপের (পিজি) সদস্যদের জন্য ইনভেস্টমেন্ট সাপোর্টের আওতায় মুরগির পরিবেশবান্ধব ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের অর্থ দিয়ে ঘর নির্মাণের লক্ষ্যে পিজি সদস্যদের সঙ্গে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন ও ফাঁকা চেকে সই নেন ওই প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা। ঘর প্রতি বরাদ্দ ছিল ২০ হাজার করে টাকা। 

সুন্দরগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে ১৪৬টি ঘরে মোট ব্যয় ধরা হয় ২৯ লাখ ২০ হাজার টাকা। ব্যাংক থেকে টাকা পেয়ে ও ঘর নির্মাণের কথা ছিল উপকারভোগীদের নিজেদের। কিন্তু প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা উপকারভোগীদের ছাড়াই এই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিজেদের খেয়ালখুশি মতো ঘর নির্মাণ করেছেন। কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব তথ্য জানা গেছে। 

পিজির সদস্যরা বলেন, ‘কাজ আমাদের করার কথা ছিল। প্রকল্পের ডিজাইন অনুযায়ী অফিসের কর্মকর্তারা ঘর তৈরি করে দেবেন এমন প্রতিশ্রুতিতে তাঁরা কাজটি আমাদের করতে দেননি। তাঁরা নিম্নমানের ইট, পরিমাণে কম বালু ও সিমেন্ট দিয়ে নির্মাণকাজ শেষ করেছেন। আমরা কাজ করলে এত নরমাল হতো না। অফিসের লোকজন করায় আজ এই অবস্থা। আর সে কারণে মুরগি রাখতেও ভয় পাচ্ছি।’ 

সর্বানন্দ ইউনিয়নের তালুক বাজিত গ্রামের পিজি সদস্য মোছা মৌসুমি আক্তার বলেন, ‘আমাদেরকে বলেছে ২০ হাজার টাকা বাজেট আইচছে। এই হিসেবে আমরা সই করেছি। আমাদের ঘরও উঠাই দিছে উনারা। বলছে ২০ হাজার টাকা খরচ হয়েছে। এই টুকুই আমরা জানি। এখন যে কত খরচ হলো তা জানি না। তবে এ ঘর নির্মাণে মুরগি রাখা নিরাপদ নয়। সে কারণে রাতে রাখি না।’ 

মৌসুমির স্বামী মো. মাঈনুল ইসলাম বলেন, ‘শুনেছি ২০ হাজার টাকা বাজেট। আমার ধারণা, তো এখানে ৮ থেকে ৯ হাজার টাকা খরচ হয়েছে। এখানে মুরগি রাখার কোনো পরিবেশ নেই। কারণ হাত দিয়ে টান দিলেই এগুলো খুলে আসে।’ 

তালুক বাজিত গ্রামের আরেক পিজি সদস্য মোছা জুই আক্তার বলেন, ‘কাজ উমরায় কইরছে। হামাক খালি ৫০টা ইট আইনতে বলছে। ওমার বাড়ি থাকি আনি দিছি। মিস্ত্রি কাজ করেছে। আর আনুষাঙ্গিক জিনিসপত্র উমরায় আনিয়া উমরায় কাজ করি গেইছে। টাকা পয়সা হামার হাতোত দেয় নাই।’ 

তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের পিজি সদস্য মোছা দুলালী বেগম বলেন, ‘বরাদ্দ ২০ হাজার টাকা ছিল। ঘরটা আমাদের করার কথা ছিল। কিন্তু অফিস থাকি কাজ কইরছে। এ ঘরে মুরগি রাখার পর গাড়োয়া ঠ্যাং টানি নিয়া যায়। সেই কারণে জাল দিয়েছি। বৃষ্টিতে ভেজে সে কারণে পলিথিন দিয়ে দিতে হয়।’ 

এ বিষয়ে কথা হয় হরিপুর ইউনিয়নের মাঠ পর্যায়ের কর্মকর্তা (এলএসপি) বিপ্লব দেবের সঙ্গে। তিনি বলেন, ‘অফিস থেকে কাজের কোনো শিডিউল দেওয়া হয়নি। পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ঘরগুলো দেখে আমি কাজ করেছি।’ 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. ফজলুল করিম বলেন, ‘উপজেলার তারাপুর, বেলকা ও সর্বানন্দ ইউনিয়নে ৩০টি করে এবং হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নে ২৮টি করে মোট ১৪৬টি পরিবেশবান্ধব মুরগির ঘর নির্মাণ করা হয়েছে। কাজে অনিয়ম হয়নি। বরাদ্দের সমুদয় টাকা খরচ হয়েছে ঘরে। আপনাদের সন্দেহ হলে জুডিশিয়ালি মাঠে গিয়ে দেখতে পারেন।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আপনাদের কাছে জানতে পারলাম। কাগজপত্র দেখে প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব।’ 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজার রহমান বলেন, ‘শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। অবশ্যই সিডিউল মোতাবেক কাজ করতে হবে। দ্রুত মুরগির ঘরগুলো পরিদর্শন করব। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত