ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির পাশ দিয়ে বয়ে গেছে নালা। পাশ দিয়ে যেতই হঠাৎ চোখ পড়ে কিছু নারী নালায় নেমে কিছু খুঁজছেন। কাছে এগিয়ে যেতেই দেখা যায়, নালার পানিতে নেট দিয়ে ‘কালো সোনা’ খ্যাত কয়লার ডাস্ট খুঁজছেন তাঁরা। ঠিক যেন প্রবাদের মতো, ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।’
কয়লা খনির ময়লাযুক্ত পানি নিষ্কাশনের নালা এটি। সেখানে নিজেদের তৈরি নেটের হালচা বানিয়ে ভাসমান কয়লার ডাস্ট সংগ্রহ করেন কয়েকজন নারী। খনির ভূ-গর্ভ থেকে কয়লা উত্তোলন এবং শোধনের পর অবশিষ্ট ময়লা পানি পাম্পের মাধ্যমে ভূ-পৃষ্ঠে নালার মাধ্যমে খনির বাইরে অপসারণ করা হয়। ওই নালার পানিতেই দীর্ঘ সময় ধরে খুঁজে যতটুকু কয়লার ডাস্ট পান তা রোদে শুকিয়ে বিক্রি করে চলে তাদের জীবিকা।
ঝড়-বৃষ্টি কিংবা হিম শীতের মধ্যেও তাদের এই ময়লাযুক্ত পানিতে নেমে কয়লার ডাস্ট খুঁজতে হয়। এ যেন তাদের জীবনসংগ্রামের একটি অন্য অধ্যায়।
কাছে যেতেই কথা হয় চৌহাটি গ্রামের বাসিন্দা জেসমিন, মরিয়ম, রুখসানার সঙ্গে। তাঁরা বলেন, আশপাশের কয়েকটি গ্রামের ১২০ জন নারী মিলে সমবায় ভিত্তিক তারা এই কাজ করেন। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে তাঁরা এই কাজ করছেন। ১২০ জনের মধ্যে ২০-২৫ জন করে মোট আটটি দলে বিভক্ত হয়ে দিনে-রাতে পালাক্রমে তাঁরা এই ময়লা পানিতে নেমে কয়লার ডাস্ট সংগ্রহ করেন।
তাঁদের জানানো তথ্য মতে, প্রতিটি দল সপ্তাহে একদিন করে কয়লা সংগ্রহের সুযোগ পায়। টানা ২৪ ঘণ্টা সময় থাকে কয়লা সংগ্রহের জন্য। এই সময় তারা ওই পানিতে থাকেন। তবে ২৪ ঘণ্টার মধ্যেও দুটি দলে ভাগ হয়ে একদল দিনে আর এক দল রাতে কয়লা সংগ্রহ করেন।
তাঁরা আরও বলেন, খনিতে মাটির নিচ থেকে কয়লা তুললে এবং মেশিন চললে ড্রেন দিয়ে একটু বেশি পরিমাণে কয়লা আসে। কখনো কম কয়লাও আসে। ভাগ্য ভালো হলে প্রতিটি দল কোনো দিন ৭-৮ মণ আবার কোনো দিন ১০-১২ মণ কয়লাও পেয়ে থাকে। সংগৃহীত কয়লা পরে ৪০০-৫০০ টাকা মণ দরে বিক্রি করেন। এসব কয়লা ইটভাটা চালুর সময় একটু বেশি দামে অর্থাৎ ৭০০-৮০০ টাকা মণ দরেও বিক্রি হয়। এতে প্রতিটি দলের সদস্য জনপ্রতি দিনে ৪০০-৫০০ টাকা পান। দলগত কাজ করায় একেক জন মাসে তিন দিন কয়লা সংগ্রহ করতে পারেন।
কয়লা সংগ্রহকারী জেসমিন বলেন, যেদিন এই পানিতে নেমে কাজ করি, সেদিন সকাল সকাল রান্না করি। খেয়ে এসে বেলা ১১টার দিকে পানিতে নেমে পড়ি। বাড়িতে স্বামী সন্তানরা নিজের মতো খেয়ে নেয়। অভাবের কারণে এই পানিতে নেমে কাজ করতে হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো আমরা কয়লা খনির পাশের গ্রামের মানুষ হয়েও স্বামী সন্তানরা এই খনিতে চাকরি পাইনি। বাইরের লোকজন এখানে চাকরি করছে। খনিতে তো অনেক রকমের কাজ থাকে। আমরা যারা স্থানীয় আছি তাদের কাজ দিলে ভালো হতো।
মনোয়ারা বেগম নামে আরও এক নারী বলেন, ১৬ বছর ধরে খনির নালা থেকে কয়লা সংগ্রহ করছি। এই কালো পানিতে নেমে কয়লা তুলে বিক্রি করে যা টাকা পাই এতে কোনো মতে সংসার চলে। কয়লা খনিতে তো কাজ পাইনি। আমার ছেলে বা নাতির কারও কাজ হয়নি। বাধ্য হয়েই এই কাজ করতে হয়। ভাগ্য ভালো হলে কয়লা একটু বেশি পাই। এমনও হয় কোনো কোনো দিন কয়লা তেমন পাই না। খালি হাতে ফিরে যেতে হয়।
খনি সংলগ্ন চৌহাটি গ্রামের মরিয়ম বলেন, নেট সেলাই করে নালার পিলারের সঙ্গে বেঁধে রাখি। পানির সঙ্গে কয়লার ময়লা ভেসে যাওয়ার সময় সেগুলো নেটে আটকা পড়ে। মাঝে মাঝে বাঁশের মাথায় লোহার তৈরি বিশেষ অস্ত্র দিয়ে নালার পানিতে থাকা ময়লা কাটি। এভাবে সবাই মিলে দল বেঁধে কাজ করি। যেদিন যেমন কয়লা পাই সেগুলো বিক্রি করে সমানভাবে ভাগ করে নেই।
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির পাশ দিয়ে বয়ে গেছে নালা। পাশ দিয়ে যেতই হঠাৎ চোখ পড়ে কিছু নারী নালায় নেমে কিছু খুঁজছেন। কাছে এগিয়ে যেতেই দেখা যায়, নালার পানিতে নেট দিয়ে ‘কালো সোনা’ খ্যাত কয়লার ডাস্ট খুঁজছেন তাঁরা। ঠিক যেন প্রবাদের মতো, ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।’
কয়লা খনির ময়লাযুক্ত পানি নিষ্কাশনের নালা এটি। সেখানে নিজেদের তৈরি নেটের হালচা বানিয়ে ভাসমান কয়লার ডাস্ট সংগ্রহ করেন কয়েকজন নারী। খনির ভূ-গর্ভ থেকে কয়লা উত্তোলন এবং শোধনের পর অবশিষ্ট ময়লা পানি পাম্পের মাধ্যমে ভূ-পৃষ্ঠে নালার মাধ্যমে খনির বাইরে অপসারণ করা হয়। ওই নালার পানিতেই দীর্ঘ সময় ধরে খুঁজে যতটুকু কয়লার ডাস্ট পান তা রোদে শুকিয়ে বিক্রি করে চলে তাদের জীবিকা।
ঝড়-বৃষ্টি কিংবা হিম শীতের মধ্যেও তাদের এই ময়লাযুক্ত পানিতে নেমে কয়লার ডাস্ট খুঁজতে হয়। এ যেন তাদের জীবনসংগ্রামের একটি অন্য অধ্যায়।
কাছে যেতেই কথা হয় চৌহাটি গ্রামের বাসিন্দা জেসমিন, মরিয়ম, রুখসানার সঙ্গে। তাঁরা বলেন, আশপাশের কয়েকটি গ্রামের ১২০ জন নারী মিলে সমবায় ভিত্তিক তারা এই কাজ করেন। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে তাঁরা এই কাজ করছেন। ১২০ জনের মধ্যে ২০-২৫ জন করে মোট আটটি দলে বিভক্ত হয়ে দিনে-রাতে পালাক্রমে তাঁরা এই ময়লা পানিতে নেমে কয়লার ডাস্ট সংগ্রহ করেন।
তাঁদের জানানো তথ্য মতে, প্রতিটি দল সপ্তাহে একদিন করে কয়লা সংগ্রহের সুযোগ পায়। টানা ২৪ ঘণ্টা সময় থাকে কয়লা সংগ্রহের জন্য। এই সময় তারা ওই পানিতে থাকেন। তবে ২৪ ঘণ্টার মধ্যেও দুটি দলে ভাগ হয়ে একদল দিনে আর এক দল রাতে কয়লা সংগ্রহ করেন।
তাঁরা আরও বলেন, খনিতে মাটির নিচ থেকে কয়লা তুললে এবং মেশিন চললে ড্রেন দিয়ে একটু বেশি পরিমাণে কয়লা আসে। কখনো কম কয়লাও আসে। ভাগ্য ভালো হলে প্রতিটি দল কোনো দিন ৭-৮ মণ আবার কোনো দিন ১০-১২ মণ কয়লাও পেয়ে থাকে। সংগৃহীত কয়লা পরে ৪০০-৫০০ টাকা মণ দরে বিক্রি করেন। এসব কয়লা ইটভাটা চালুর সময় একটু বেশি দামে অর্থাৎ ৭০০-৮০০ টাকা মণ দরেও বিক্রি হয়। এতে প্রতিটি দলের সদস্য জনপ্রতি দিনে ৪০০-৫০০ টাকা পান। দলগত কাজ করায় একেক জন মাসে তিন দিন কয়লা সংগ্রহ করতে পারেন।
কয়লা সংগ্রহকারী জেসমিন বলেন, যেদিন এই পানিতে নেমে কাজ করি, সেদিন সকাল সকাল রান্না করি। খেয়ে এসে বেলা ১১টার দিকে পানিতে নেমে পড়ি। বাড়িতে স্বামী সন্তানরা নিজের মতো খেয়ে নেয়। অভাবের কারণে এই পানিতে নেমে কাজ করতে হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো আমরা কয়লা খনির পাশের গ্রামের মানুষ হয়েও স্বামী সন্তানরা এই খনিতে চাকরি পাইনি। বাইরের লোকজন এখানে চাকরি করছে। খনিতে তো অনেক রকমের কাজ থাকে। আমরা যারা স্থানীয় আছি তাদের কাজ দিলে ভালো হতো।
মনোয়ারা বেগম নামে আরও এক নারী বলেন, ১৬ বছর ধরে খনির নালা থেকে কয়লা সংগ্রহ করছি। এই কালো পানিতে নেমে কয়লা তুলে বিক্রি করে যা টাকা পাই এতে কোনো মতে সংসার চলে। কয়লা খনিতে তো কাজ পাইনি। আমার ছেলে বা নাতির কারও কাজ হয়নি। বাধ্য হয়েই এই কাজ করতে হয়। ভাগ্য ভালো হলে কয়লা একটু বেশি পাই। এমনও হয় কোনো কোনো দিন কয়লা তেমন পাই না। খালি হাতে ফিরে যেতে হয়।
খনি সংলগ্ন চৌহাটি গ্রামের মরিয়ম বলেন, নেট সেলাই করে নালার পিলারের সঙ্গে বেঁধে রাখি। পানির সঙ্গে কয়লার ময়লা ভেসে যাওয়ার সময় সেগুলো নেটে আটকা পড়ে। মাঝে মাঝে বাঁশের মাথায় লোহার তৈরি বিশেষ অস্ত্র দিয়ে নালার পানিতে থাকা ময়লা কাটি। এভাবে সবাই মিলে দল বেঁধে কাজ করি। যেদিন যেমন কয়লা পাই সেগুলো বিক্রি করে সমানভাবে ভাগ করে নেই।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১০ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১১ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৩ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১৪ মিনিট আগে