কুড়িগ্রাম প্রতিনিধি
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ সব কটি নদনদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী দুই একদিনের মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে জেলায় শিগগিরই বন্যার পূর্বাভাস নেই।
পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগামী দুই তিন দিন এই দুই নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং উজানে সীমান্তবর্তী ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় নদনদীর পানি বাড়ছে। তবে এখনো বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস নেই।’
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘আগামী কয়েক দিন ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকলেও কুড়িগ্রামে এই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই। ব্রহ্মপুত্র নদেরও পানি বাড়বে তবে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিনের মধ্যে বন্যারও কোনো পূর্বাভাস নেই।’
তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হলেও তা মেরামতে কাজ চলছে জানিয়ে পাউবো নির্বাহী প্রকৌশলী বলেন, ‘জেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নদী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। প্রচুর পরিমাণ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ সব কটি নদনদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী দুই একদিনের মধ্যে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে জেলায় শিগগিরই বন্যার পূর্বাভাস নেই।
পাউবোর নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি নুন খাওয়া পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগামী দুই তিন দিন এই দুই নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং উজানে সীমান্তবর্তী ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের কারণে জেলায় নদনদীর পানি বাড়ছে। তবে এখনো বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস নেই।’
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘আগামী কয়েক দিন ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা থাকলেও কুড়িগ্রামে এই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস নেই। ব্রহ্মপুত্র নদেরও পানি বাড়বে তবে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিনের মধ্যে বন্যারও কোনো পূর্বাভাস নেই।’
তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হলেও তা মেরামতে কাজ চলছে জানিয়ে পাউবো নির্বাহী প্রকৌশলী বলেন, ‘জেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নদী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। প্রচুর পরিমাণ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে