সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য মার্কিন ভিসা নীতি ভীতির। মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগে কোনো উদ্বেগ নেই।’
আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এ মন্তব্য করেন। বাংলাদেশ সড়ক ফেডারেশন ও সম্মিলিত মুক্তিযোদ্ধা নীলফামারী জেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে এনেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক ঋণ, বীর নিবাস—এসব প্রধানমন্ত্রীর অবদান। আমরা সবচেয়ে সম্মান বোধ করি মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা। যা একজন মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।’
শাহজাহান খান বলেন, ‘জয়বাংলা এখন জাতীয় স্লোগান। জিয়াউর রহমান ওই স্লোগান নিষিদ্ধ করেছিলেন।’ তিনি বলেন, ‘শিগগিরই বিভাগে বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। এরপর ঢাকায় জাতীয় সমাবেশ। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
শাহজাহান খান আরও বলেন, ‘সব সড়ক রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধা এবং শহীদের নামে নামকরণ হবে। এ নিয়ে আমরা কাজ করছি।’
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তারেক রহমান একজন ভয়ংকর মানুষ। তাঁকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব ওসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কান্তি কুন্ডু, সাবেক সচিব এম আমিনুল হক প্রমুখ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য মার্কিন ভিসা নীতি ভীতির। মার্কিন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগে কোনো উদ্বেগ নেই।’
আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এ মন্তব্য করেন। বাংলাদেশ সড়ক ফেডারেশন ও সম্মিলিত মুক্তিযোদ্ধা নীলফামারী জেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় সাবেক এই মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে এনেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক ঋণ, বীর নিবাস—এসব প্রধানমন্ত্রীর অবদান। আমরা সবচেয়ে সম্মান বোধ করি মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা। যা একজন মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।’
শাহজাহান খান বলেন, ‘জয়বাংলা এখন জাতীয় স্লোগান। জিয়াউর রহমান ওই স্লোগান নিষিদ্ধ করেছিলেন।’ তিনি বলেন, ‘শিগগিরই বিভাগে বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। এরপর ঢাকায় জাতীয় সমাবেশ। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
শাহজাহান খান আরও বলেন, ‘সব সড়ক রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধা এবং শহীদের নামে নামকরণ হবে। এ নিয়ে আমরা কাজ করছি।’
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তারেক রহমান একজন ভয়ংকর মানুষ। তাঁকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব ওসমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কান্তি কুন্ডু, সাবেক সচিব এম আমিনুল হক প্রমুখ।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৯ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
২১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
২১ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২৫ মিনিট আগে