খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যুরোধে অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’ এর নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা নলবাড়ী উচ্চবিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায়, রিয়া বিশ্বাসসহ অনেকে।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয় নিয়ে হাজির হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মোট ১৯টি স্কুলের ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিপড়ুয়া শিক্ষার্থীরা এই আয়োজনে এসেছে। এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে মঙ্গলবার শেষ হবে বিজ্ঞান মেলা।
রেলক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায় ও রিয়া বিশ্বাস জানায়, সম্প্রতি রেলক্রসিংয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এটি কীভাবে কমানো যায়, সেই লক্ষ্যে এই প্রজেক্ট। এটি সরকারিভাবে বাস্তবায়ন হলে আশা করি, মৃত্যুর হার কমবে।
শিক্ষার্থীরা আরও জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে সেন্সরের সাহায্যে এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে রেলক্রসিংয়ে গেটম্যান ছাড়াই গেট বন্ধ ও খুলবে। সাইরেনও বাজবে, যেটি ইতিবাচক।
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যুরোধে অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’ এর নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা নলবাড়ী উচ্চবিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।
জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায়, রিয়া বিশ্বাসসহ অনেকে।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয় নিয়ে হাজির হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মোট ১৯টি স্কুলের ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিপড়ুয়া শিক্ষার্থীরা এই আয়োজনে এসেছে। এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে মঙ্গলবার শেষ হবে বিজ্ঞান মেলা।
রেলক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায় ও রিয়া বিশ্বাস জানায়, সম্প্রতি রেলক্রসিংয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এটি কীভাবে কমানো যায়, সেই লক্ষ্যে এই প্রজেক্ট। এটি সরকারিভাবে বাস্তবায়ন হলে আশা করি, মৃত্যুর হার কমবে।
শিক্ষার্থীরা আরও জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে সেন্সরের সাহায্যে এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে রেলক্রসিংয়ে গেটম্যান ছাড়াই গেট বন্ধ ও খুলবে। সাইরেনও বাজবে, যেটি ইতিবাচক।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রের ওপর হামলার অভিযোগে রমিজ উদ্দীন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সিলেট নগরের মহাজনপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে। মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরশি দিয়ে পেঁচানো একটি কার্টন পড়ে ছিল সড়কের পাশে বাঁশের ঝাড়ে। আজ শুক্রবার সকালে সেটি দেখতে পেয়ে একে একে জড়ো হন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ২টার দিকে পুলিশ গিয়ে সেই কার্টন খুলে দেখে, ভেতরে অজ্ঞাতনামা এক নারীর লাশ। মুখ থেঁতলানো, শরীরে একাধিক ক্ষত।
৮ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।’ আজ শুক্রবার (৪ এপ্রিল) রাঙামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
৩৬ মিনিট আগে