ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী (লাঙ্গল) জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ রোববার দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও–১ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
রেজাউর রাজী বলেন, আজ সকাল ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও, এরপর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের তাণ্ডব শুরু হয়। ওই কেন্দ্রে ভোট কক্ষে প্রকাশ্যে ৪০–৫০ জন নৌকা প্রতীকে গণহারে জালভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তাঁরা পদক্ষেপ নেয়নি।
রেজাউর রাজী আরও বলেন, ‘নির্বাচনী এলাকার বেশির ভাগ কেন্দ্রে জোর করে ব্যালটে সিল ও কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। এমনকি আমার ১০ থেকে ১৫ জন কর্মীকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারধর করে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই ভোট বর্জন করলাম।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও ঠাকুরগাঁও পৌরসভা নিয়ে ঠাকুরগাঁও-১ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৬০৯। ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
এই আসনে মোট প্রার্থী পাঁচজন। আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন (নৌকা) ছাড়া বাকি প্রার্থীরা হলেন জাতীয় পার্টির রেজাউর রাজী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী রাজিউল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী রফিকুল ইসলাম (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা (ঈগল)।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী (লাঙ্গল) জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ রোববার দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও–১ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
রেজাউর রাজী বলেন, আজ সকাল ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও, এরপর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের তাণ্ডব শুরু হয়। ওই কেন্দ্রে ভোট কক্ষে প্রকাশ্যে ৪০–৫০ জন নৌকা প্রতীকে গণহারে জালভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তাঁরা পদক্ষেপ নেয়নি।
রেজাউর রাজী আরও বলেন, ‘নির্বাচনী এলাকার বেশির ভাগ কেন্দ্রে জোর করে ব্যালটে সিল ও কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। এমনকি আমার ১০ থেকে ১৫ জন কর্মীকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারধর করে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই ভোট বর্জন করলাম।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও ঠাকুরগাঁও পৌরসভা নিয়ে ঠাকুরগাঁও-১ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৬০৯। ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
এই আসনে মোট প্রার্থী পাঁচজন। আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন (নৌকা) ছাড়া বাকি প্রার্থীরা হলেন জাতীয় পার্টির রেজাউর রাজী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী রাজিউল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী রফিকুল ইসলাম (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা (ঈগল)।
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
২৫ মিনিট আগেচেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান পরোয়ানা জারির এই নির্দেশ দেন। একই সঙ্গে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের...
৩৪ মিনিট আগেমানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় তাঁরা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালান। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে