ঠাকুরগাঁও-১: জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করলেন লাঙ্গলের প্রার্থী 

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী (লাঙ্গল) জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ রোববার দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও–১ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

রেজাউর রাজী বলেন, আজ সকাল ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও, এরপর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের তাণ্ডব শুরু হয়। ওই কেন্দ্রে ভোট কক্ষে প্রকাশ্যে ৪০–৫০ জন নৌকা প্রতীকে গণহারে জালভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তাঁরা পদক্ষেপ নেয়নি। 

রেজাউর রাজী আরও বলেন, ‘নির্বাচনী এলাকার বেশির ভাগ কেন্দ্রে জোর করে ব্যালটে সিল ও কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। এমনকি আমার ১০ থেকে ১৫ জন কর্মীকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মারধর করে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। তাই ভোট বর্জন করলাম।’ 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও ঠাকুরগাঁও পৌরসভা নিয়ে ঠাকুরগাঁও-১ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৬০৯। ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। 

এই আসনে মোট প্রার্থী পাঁচজন। আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন (নৌকা) ছাড়া বাকি প্রার্থীরা হলেন জাতীয় পার্টির রেজাউর রাজী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী রাজিউল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী রফিকুল ইসলাম (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা (ঈগল)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত