লালমনিরহাট প্রতিনিধি
হামলা ও চুরির মামলায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি–সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৩৬ এর বিচারক শান্তা আক্তার এ আদেশ দেন। আদেশে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরোয়ানা প্রাপ্তরা হলেন–পৌরসভার বারাটারী এলাকার আকতার হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ, একই এলাকার থানা পাড়ার আনার উদ্দিনের ছেলে জেলা ছাত্রলীগের সম্পাদক আরিফ ইসলাম, আদিতমারী উপজেলার দুর্গাপুরের নজির উদ্দিনের ছেলে হোসেন তুর্য, সদর উপজেলার মোগলহাটের মিজানুর রহমানের ছেলে মনিরুজ্জামান মানিক।
জানা গেছে, গত বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ফেসবুকে একটি দেওয়া স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির হিরুর ওপর হামলার অভিযোগ ওঠে সংগঠনের জেলা সভাপতি–সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে। ওই সময় হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।
পরে ভুক্তভোগী বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা (সিআর ১৩৫ / ২৩) দায়ের করেন। এ ঘটনার জেরে জেলা ছাত্রলীগের কমিটি থেকে হুমায়ুন কবির হিরুকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠায় জেলা ছাত্রলীগ।
আজ (বৃহস্পতিবার) মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালত–৩৬ এর বিচারক শান্তা আক্তার অভিযুক্ত চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে লালমনিরহাট পুলিশ সুপারের মাধ্যমে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সম্পাদক আরিফ ইসলামকে একাধিক বার কল দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ চারজনের নামে ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কয়েকটি কাগজ ফেসবুকে দেখেছি। তবে এই আদেশ থানায় পৌঁছতে কয়েক দিন সময় লাগবে। আদালতের চিঠি পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলা ও চুরির মামলায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি–সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৩৬ এর বিচারক শান্তা আক্তার এ আদেশ দেন। আদেশে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরোয়ানা প্রাপ্তরা হলেন–পৌরসভার বারাটারী এলাকার আকতার হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ, একই এলাকার থানা পাড়ার আনার উদ্দিনের ছেলে জেলা ছাত্রলীগের সম্পাদক আরিফ ইসলাম, আদিতমারী উপজেলার দুর্গাপুরের নজির উদ্দিনের ছেলে হোসেন তুর্য, সদর উপজেলার মোগলহাটের মিজানুর রহমানের ছেলে মনিরুজ্জামান মানিক।
জানা গেছে, গত বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ফেসবুকে একটি দেওয়া স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির হিরুর ওপর হামলার অভিযোগ ওঠে সংগঠনের জেলা সভাপতি–সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে। ওই সময় হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।
পরে ভুক্তভোগী বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা (সিআর ১৩৫ / ২৩) দায়ের করেন। এ ঘটনার জেরে জেলা ছাত্রলীগের কমিটি থেকে হুমায়ুন কবির হিরুকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠায় জেলা ছাত্রলীগ।
আজ (বৃহস্পতিবার) মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালত–৩৬ এর বিচারক শান্তা আক্তার অভিযুক্ত চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে লালমনিরহাট পুলিশ সুপারের মাধ্যমে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সম্পাদক আরিফ ইসলামকে একাধিক বার কল দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ চারজনের নামে ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কয়েকটি কাগজ ফেসবুকে দেখেছি। তবে এই আদেশ থানায় পৌঁছতে কয়েক দিন সময় লাগবে। আদালতের চিঠি পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
৩০ মিনিট আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
৩১ মিনিট আগেকক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে