আম-লিচুর বাগান সেজেছে মুকুলে, ভালো ফলনের আশা চাষির

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৭: ০০
Thumbnail image

দিনাজপুরের বিরামপুর আম ও লিচুর জন্য পরিচিতি। এই উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃতি সেজেছে আম ও লিচুর মুকুলে। এই অঞ্চলের মানুষের মন মাতিয়ে তুলছে মুকুলের সুবাস। 

বিরামপুর উপজেলায় প্রায় ৮০ শতাংশ আম ও লিচুর গাছে মুকুল এসেছে। বাগানমালিক, আম ও লিচুর চাষিরা আশা করছেন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে। চাষিরা বাগান পরিচর্চায় এখন ব্যস্ত সময় পার করছেন। 

উপজেলায় ফজলি, ক্ষীরশাপাতি, হাঁড়িভাঙা, হিমসাগর, গোপালভোগসহ বিভিন্ন জাতের আম এবং চায়না-থ্রি, চায়না-২, বেদানা, বোম্বাই ও মাদ্রাজি লিচুর চাষ হয়েছে। কৃষকেরা প্রথম দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে বাগান তৈরি করেন। পরে এখন তাঁরা চারা উৎপাদন করছেন। 

আম ও লিচু চাষে সফল কৃষক উপজেলার একইর গ্রামের সাহিন বলেন, ‘আমার দুই হেক্টর জমিতে আম ও লিচুবাগান রয়েছে। সব গাছে মুকুল এসেছে। গত বছর আম ও লিচু থেকে অনেক টাকা আয় করেছি।’ 

সাহিনের মতো উপজেলার নটকুমারী গ্রামের রাজিবুল আলম, দিওড় বড়খুর গ্রামের আমচাষি এনামুল হকসহ অনেকে আম ও লিচুর বাগান তৈরি করেছেন। তাঁরা জানান, ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় তাঁরা এবার কাঙ্ক্ষিত ফলনের আশা করছেন। 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘এবার বিরামপুর উপজেলায় লিচুগাছের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ও আম গাছ রয়েছে ৮৪ হাজার। গুটি হওয়ার পর থেকে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া জৈব কীটনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমসহ বিভিন্ন ফল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ও লিচুর ফলন ভালো হবে।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, ‘বিরামপুর উপজেলার মাটি ও আবহাওয়া আম-লিচু চাষের জন্য বিশেষ উপযোগী। উপজেলায় ১০৫ হেক্টর আম ও ১১৪ হেক্টর লিচু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় আমের ও লিচুর উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি পাওয়ার আশা করা যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত