দিনাজপুর প্রতিনিধি
র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের উভয়কে এক সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে এবং আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অপর দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাঁদের বহিষ্কারের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি গত ২৭ সেপ্টেম্বর ওই দুই শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হুদা তাজমুল ও আবদুল্লাহ আল মামুন।
প্রক্টর মামুনুর রশিদ জানান, র্যাগিং একটি ভয়ংকর অপরাধ। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে আছে। দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের উভয়কে এক সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে এবং আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অপর দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন অনুপম ছাত্রাবাসে র্যাগিং হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ২৩ ব্যাচের নবীন এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের তথ্যপ্রমাণ পায় দলটি।
পরে ওই দুই শিক্ষার্থী র্যাগিংয়ে জড়িত থাকায় শাস্তির সুপারিশ করে র্যাগিং প্রতিরোধ মূল কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট র্যাগিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে শিক্ষাকার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। সে সময় তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়।
র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের উভয়কে এক সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে এবং আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অপর দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাঁদের বহিষ্কারের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি গত ২৭ সেপ্টেম্বর ওই দুই শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হুদা তাজমুল ও আবদুল্লাহ আল মামুন।
প্রক্টর মামুনুর রশিদ জানান, র্যাগিং একটি ভয়ংকর অপরাধ। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে আছে। দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের উভয়কে এক সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে এবং আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অপর দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন অনুপম ছাত্রাবাসে র্যাগিং হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ২৩ ব্যাচের নবীন এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের তথ্যপ্রমাণ পায় দলটি।
পরে ওই দুই শিক্ষার্থী র্যাগিংয়ে জড়িত থাকায় শাস্তির সুপারিশ করে র্যাগিং প্রতিরোধ মূল কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট র্যাগিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে শিক্ষাকার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। সে সময় তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে