ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক দেখে দাঁড় করানো হলো লাইনে

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১: ২৭
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২: ৫৬

ঠাকুরগাঁও সদরের একটি কেন্দ্রে সাংবাদিক দেখে ভোটারদের ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। আজ রোববার সদর উপজেলার আগানগর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে গণমাধ্যমকর্মীরা যাচ্ছেন শুনে অপেক্ষমাণ ভোটারের সংখ্যা বেশি দেখাতে আশপাশের মানুষ ডেকে এনে লাইনে দাঁড় করানো হয়। তাঁদের অনেকে ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়িয়ে ছিলেন।

ভোট দেওয়ার পরও লাইনে দাঁড়ানোর কারণ জানতে চাইলে ওই কেন্দ্রে আগে ভোট দেওয়া আরতী রানী, ভাগ্যরানী, রাধিকা রানী, ছায়ারানীসহ কয়েকজন ভোটার বলেন, ভোট দেওয়া শেষ হলেও সাংবাদিক আসার খবর শুনে ছবি তোলার জন্য তাঁদের ডেকে এনে ভোটারের সারিতে দাঁড় করানো হয়।

কিছু সময় পরই কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়এদিকে সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গেলে শুধু নৌকার প্রার্থীর পোলিং এজেন্টকে দেখা যায়। অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট বা কর্মীদের পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রণজিৎ বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিন ঠিক রাখতে তাঁদের লাইনে রাখা হয়েছে। কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়। এই কেন্দ্রে পুরুষ ও নারী মিলে ২ হাজার ৫৬৮ জন ভোটার রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত