নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আইয়ুব আলী নামের এক নির্মাণ শ্রমিক নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক রিকশাচালক। গতকাল শনিবার রাতে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আইয়ুব আলী নীলফামারী পৌর শহরের উকিলের মোড় কুখা পাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত রিকশা চালক হলেন পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা নুর ইসলাম। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। তিনি বলেন, ‘পিকআপের ধাক্কায় একজন রিকশা আরোহী মারা গেছেন। পিকআপসহ চালক পলাতক রয়েছেন। আমরা তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। নীলফামারী জেনারেল হাসপাতাল এলাকায় পৌঁছানো পর পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রিকশা উল্টে যায়। এতে রিকশাচালকসহ আইয়ুব আলী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান রুকু বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রিকশা থেকে পড়ে যাওয়ার পর স্ট্রোক করেছিলেন মনে হচ্ছে।’
নীলফামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় আইয়ুব আলী নামের এক নির্মাণ শ্রমিক নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক রিকশাচালক। গতকাল শনিবার রাতে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আইয়ুব আলী নীলফামারী পৌর শহরের উকিলের মোড় কুখা পাড়া এলাকার মৃত বছদ্দি মাহমুদের ছেলে। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত রিকশা চালক হলেন পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা নুর ইসলাম। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। তিনি বলেন, ‘পিকআপের ধাক্কায় একজন রিকশা আরোহী মারা গেছেন। পিকআপসহ চালক পলাতক রয়েছেন। আমরা তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছি।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। নীলফামারী জেনারেল হাসপাতাল এলাকায় পৌঁছানো পর পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রিকশা উল্টে যায়। এতে রিকশাচালকসহ আইয়ুব আলী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান রুকু বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রিকশা থেকে পড়ে যাওয়ার পর স্ট্রোক করেছিলেন মনে হচ্ছে।’
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে