গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার হাটবাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে চড়া দাম হওয়ায় এর স্বাদ নিতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। লাগামহীন ঊর্ধ্বমুখী দাম নিয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।
জানা যায়, গাইবান্ধা জেলার সাতটি উপজেলার মানুষ করোনা পরিস্থিতির ধকল না সামলিয়ে উঠতেই বয়ে গেছে বন্যা, ঝড় ও খরা। এর প্রভাবে এখানকার অধিকাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগ থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেননি কেউ, যার কারণে তাঁদের চরম অর্থসংকটে ভুগতে হচ্ছে।
সরেজমিন গাইবান্ধার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে শীতের সবজিগুলোর আকাশচুম্বী দাম। চড়া দামের কারণে ক্ষুব্ধ ক্রেতারা। গাইবান্ধার কাঁচাবাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, মুলা ২৫ টাকা, শিম ১২০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৩০ টাকা, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ২০ টাকা, ঝিঙে ৪০ টাকা, লাউ (প্রতি পিস) ২৫-৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, মুলাশাক ৩০ টাকা, পালংশাক ৫০ টাকা, লালশাক ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, সরিষাশাক ৩০ টাকা, নাপাশাক ৪০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
শুধু শাকসবজি নয়, ভোজ্য ও জ্বালানি তেলসহ নিত্যপণ্য সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লাগামহীন ঊর্ধ্বমুখী দাম নিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। প্রতিনিয়ত সবজি ও অন্যান্য পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
গাইবান্ধার ধাপেরহাটের কৃষক আব্দুল মজিদ বলেন, বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, আমরা তা পাচ্ছি না। যদি খেত থেকে সবজি বিক্রি করা যেত, তাহলে আমরা লাভবান হতাম।
এ বিষয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ বলেন, কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের দাম পান, সেদিকে আমরা মনিটরিং করছি। কিছু কিছু জায়গায় খেত থেকে সবজি বিক্রি করার চেষ্টা করছি।
গাইবান্ধা জেলার হাটবাজারগুলোতে আসতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে চড়া দাম হওয়ায় এর স্বাদ নিতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। লাগামহীন ঊর্ধ্বমুখী দাম নিয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।
জানা যায়, গাইবান্ধা জেলার সাতটি উপজেলার মানুষ করোনা পরিস্থিতির ধকল না সামলিয়ে উঠতেই বয়ে গেছে বন্যা, ঝড় ও খরা। এর প্রভাবে এখানকার অধিকাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগ থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেননি কেউ, যার কারণে তাঁদের চরম অর্থসংকটে ভুগতে হচ্ছে।
সরেজমিন গাইবান্ধার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে শীতের সবজিগুলোর আকাশচুম্বী দাম। চড়া দামের কারণে ক্ষুব্ধ ক্রেতারা। গাইবান্ধার কাঁচাবাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, মুলা ২৫ টাকা, শিম ১২০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৩০ টাকা, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ২০ টাকা, ঝিঙে ৪০ টাকা, লাউ (প্রতি পিস) ২৫-৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা, মুলাশাক ৩০ টাকা, পালংশাক ৫০ টাকা, লালশাক ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, সরিষাশাক ৩০ টাকা, নাপাশাক ৪০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
শুধু শাকসবজি নয়, ভোজ্য ও জ্বালানি তেলসহ নিত্যপণ্য সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লাগামহীন ঊর্ধ্বমুখী দাম নিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। প্রতিনিয়ত সবজি ও অন্যান্য পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
গাইবান্ধার ধাপেরহাটের কৃষক আব্দুল মজিদ বলেন, বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, আমরা তা পাচ্ছি না। যদি খেত থেকে সবজি বিক্রি করা যেত, তাহলে আমরা লাভবান হতাম।
এ বিষয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ বলেন, কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের দাম পান, সেদিকে আমরা মনিটরিং করছি। কিছু কিছু জায়গায় খেত থেকে সবজি বিক্রি করার চেষ্টা করছি।
মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। দেয়ালে জন্মানো গাছের শেকড় ছিন্নভিন্ন করে ফেলেছে কাঠামো। সিঁড়িতেও জন্মেছে গাছ। ছাদে পানি পড়ে শ্যাওলা জন্মেছে। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা...
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেযশোরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জ
২ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাকাতির মামলার অভিযোগ না নেওয়া ও তদন্তে বিলম্বের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে