ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।
ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।
নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের এক নেতা। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
৩ মিনিট আগেশেরপুরে খেত থেকে সাদিয়া (১৩) নামের এক বাক্প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তীর চর এলাকা থেকে কিশোরীটির মরদেহ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগেসিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার এক সৌদিপ্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে অন্য একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে