চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চলমান সংগ্রামে জয়ের প্রত্যয় জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু বলে, দেশের উন্নয়ন করেছি। কিন্তু আমরা তো উন্নয়ন দেখি না। আর এতই যদি উন্নয়ন করে থাকেন, তাহলে সত্যিকারের অর্থে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?’
আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির খানসামা ও চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে, ঠাকুরগাঁও সফর উপলক্ষে রাণীরবন্দরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা জানি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে, আপনাদের পরাজয় নিশ্চিত। তাই আপনারা ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।’
‘আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের প্রথম দফায় বলেছি। এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমাবেশ করতে চাইলে আমাদের অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশ করার নামে নাকি নাশকতা করি। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ এখন জেগে উঠেছে। এখনো সময় আছে, নিরাপদে সরে যান। না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবর রহমান শাহ্, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ টি এম সুজা উদ্দিন লুহিন শাহ্।
আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দিকী নয়ন, যুগ্ম আহ্বায়ক সাঈয়েদ আহমেদ বুলবুল সেলিম, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন।
চলমান সংগ্রামে জয়ের প্রত্যয় জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু বলে, দেশের উন্নয়ন করেছি। কিন্তু আমরা তো উন্নয়ন দেখি না। আর এতই যদি উন্নয়ন করে থাকেন, তাহলে সত্যিকারের অর্থে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?’
আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির খানসামা ও চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে, ঠাকুরগাঁও সফর উপলক্ষে রাণীরবন্দরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা জানি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে, আপনাদের পরাজয় নিশ্চিত। তাই আপনারা ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।’
‘আমরা ১০ দফা দাবি দিয়েছি। আমাদের প্রথম দফায় বলেছি। এই আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা সমাবেশ করতে চাইলে আমাদের অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশ করার নামে নাকি নাশকতা করি। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা সরকারের বিরুদ্ধে সমগ্র মানুষ এখন জেগে উঠেছে। এখনো সময় আছে, নিরাপদে সরে যান। না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবর রহমান শাহ্, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ টি এম সুজা উদ্দিন লুহিন শাহ্।
আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দিকী নয়ন, যুগ্ম আহ্বায়ক সাঈয়েদ আহমেদ বুলবুল সেলিম, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে